শেরপুর প্রতিনিধি
শেরপুরে পাহাড়ি সব নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার বিকেলে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল ও খাল-বিলে পানি বেড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর প্লাবিত হয়নি।
এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তখন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও ঘণ্টাখানেক পরে নেমে যায়।
পাউবোর তথ্যমতে, ভারতের মেঘালয়ে গত কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় আজ সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর নাগাদ পানি কমতে শুরু করে। বিকেল পৌনে ৪টায় পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে বেড়েছে ভোগাই নদীর পানি। নাকুগাঁও পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাইগাতীতে সোমেশ্বরী ও মহারশি নদীর পানি সকালে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করে।
উজানের পানি নেমে নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। একই সঙ্গে খাল-বিলে পানি বেড়েছে। যেকোনো সময় পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় শেরপুরের নদ-নদীর পানি সমতল বেড়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে কিছুটা পানি প্রবেশ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শেরপুরে পাহাড়ি সব নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার বিকেলে এই তথ্য জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল ও খাল-বিলে পানি বেড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর প্লাবিত হয়নি।
এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তখন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও ঘণ্টাখানেক পরে নেমে যায়।
পাউবোর তথ্যমতে, ভারতের মেঘালয়ে গত কয়েক দিন বৃষ্টিপাত হওয়ায় আজ সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর নাগাদ পানি কমতে শুরু করে। বিকেল পৌনে ৪টায় পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে বেড়েছে ভোগাই নদীর পানি। নাকুগাঁও পয়েন্টে ১৩৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ৬৬ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝিনাইগাতীতে সোমেশ্বরী ও মহারশি নদীর পানি সকালে বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করে।
উজানের পানি নেমে নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। একই সঙ্গে খাল-বিলে পানি বেড়েছে। যেকোনো সময় পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান বলেন, উজানে বৃষ্টিপাত হওয়ায় শেরপুরের নদ-নদীর পানি সমতল বেড়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সোমেশ্বরী নদীর পাড়ের ভাঙা অংশ দিয়ে নিম্নাঞ্চলে কিছুটা পানি প্রবেশ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির অন্যতম আকর্ষণ পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। বর্তমানে সেতুর পাটাতন পানির প্রায় পাঁচ ইঞ্চি নিচে তলিয়ে গেছে। আজ বুধবার দুর্ঘটনা রোধে পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পর্যটন ক
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
২১ মিনিট আগেসুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলাধুলার সময় অটোরিকশার ধাক্কায় মারজিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়ার ফয়েজ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে