Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলাধুলার সময় অটোরিকশার ধাক্কায় মারজিয়া নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  আজ বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়ার ফয়েজ মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শেরপুরের মামুন হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইজপাড়া এলাকার সড়কের পাশে মারজিয়া খেলাধুলা করছিল। এ সময় ওই পথ দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। তখন শিশুটি সড়কে উঠে দৌড় দিলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলু আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাটি যাওয়ার পথে বাচ্চাটি দৌড় দিলে চালক আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ধাক্কা লেগে শিশুটি মারা যায়। এ সময় অটোচালক পড়ে গিয়ে নিজেও আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

বিশ্বকে জানিয়ে দেব, বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ: গোবিন্দ প্রামাণিক

কমিশনের প্রথম পর্বের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত