জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।
সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।
পুলিশ ও আভিযানিক দল সূত্রে জানা গেছে, ভাটারা রেলক্রসিংয়ের পাশে মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়া দোকানে অভিযান চালিয়ে ভিজিএফের ৫৫ বস্তা অবৈধ চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি চাল মজুত করে বেচাকেনা করছিলেন। চাল বিক্রির উদ্দেশে ইজিবাইকে তোলার সময় তা জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চাল ও আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল।
মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।
সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।
পুলিশ ও আভিযানিক দল সূত্রে জানা গেছে, ভাটারা রেলক্রসিংয়ের পাশে মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়া দোকানে অভিযান চালিয়ে ভিজিএফের ৫৫ বস্তা অবৈধ চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি চাল মজুত করে বেচাকেনা করছিলেন। চাল বিক্রির উদ্দেশে ইজিবাইকে তোলার সময় তা জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চাল ও আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল।
মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় অবৈধভাবে নির্মিত ছোটবড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
৩ মিনিট আগেটানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির অন্যতম আকর্ষণ পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। বর্তমানে সেতুর পাটাতন পানির প্রায় পাঁচ ইঞ্চি নিচে তলিয়ে গেছে। আজ বুধবার দুর্ঘটনা রোধে পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর দিয়ে মানুষের চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। পর্যটন ক
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
২৫ মিনিট আগেসুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন।
৩৮ মিনিট আগে