নেত্রকোনা প্রতিনিধি
দুই বন্ধু প্রতিদিন একসঙ্গে ঘরে বসে গাঁজা সেবন করেন। একদিন গাঁজা সেবন করতে গিয়ে দেখেন ঘরে বন্ধু নেই। এ সময় একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অপর বন্ধু। এতে বাধা দিলে বন্ধুর স্ত্রীকে মারধর শুরু করেন স্বামীর ওই বন্ধু। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী (৩০) মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত রোববার ৩০ এপ্রিল মদন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সুহেল মিয়া (৩৫)। তিনি মদন দক্ষিণ পাড়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল মিয়া ওই নারীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে ওই নারীর স্বামী ও সুহেল মিয়া প্রতিদিন আশ্রয়ণ প্রকল্পের ঘরে গাঁজা সেবন করেন। গত রোববার গাঁজা সেবন করতে বন্ধুর বাড়িতে যান সুহেল মিয়া। ঘরে বন্ধুর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে সুহেল ওই নারীকে মারধর করলে তাঁর স্বামীসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘সুহেল প্রায় সময়েই আমার ঘরে আসা-যাওয়া করে। রোববার রাতে বাড়িতে না থাকায় আমার স্ত্রীকে সে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করে সুহেল। এতে বাধা দিলে সুহেল আমার স্ত্রীকে মারধর করে। গ্রামের মাতবরেরা বিচারের আশা দিয়েও কোনো বিচার করেনি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সুহেলকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা আবুল বাশার বলেন, ‘মেয়েটির স্বামী ও আমার ছেলে ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে প্রতিদিন একসঙ্গে গাঁজা খায়। ওই নারীর সন্তান না হওয়ায় স্বামীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তিন মাসের মধ্যে সন্তান না হলে স্বামী তাকে তালাক দেবে। সম্ভবত সন্তানের আশায় মেয়েটি স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে মেলামেশা করতে চাইছিল।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘এক নারীকে কুপ্রস্তাব দিয়ে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দুই বন্ধু প্রতিদিন একসঙ্গে ঘরে বসে গাঁজা সেবন করেন। একদিন গাঁজা সেবন করতে গিয়ে দেখেন ঘরে বন্ধু নেই। এ সময় একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অপর বন্ধু। এতে বাধা দিলে বন্ধুর স্ত্রীকে মারধর শুরু করেন স্বামীর ওই বন্ধু। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
নেত্রকোনার মদন উপজেলায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী (৩০) মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত রোববার ৩০ এপ্রিল মদন উপজেলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সুহেল মিয়া (৩৫)। তিনি মদন দক্ষিণ পাড়া গ্রামের আবুল বাশারের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে সরকারি একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেন। অভিযুক্ত সোহেল মিয়া ওই নারীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে ওই নারীর স্বামী ও সুহেল মিয়া প্রতিদিন আশ্রয়ণ প্রকল্পের ঘরে গাঁজা সেবন করেন। গত রোববার গাঁজা সেবন করতে বন্ধুর বাড়িতে যান সুহেল মিয়া। ঘরে বন্ধুর স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে সুহেল ওই নারীকে মারধর করলে তাঁর স্বামীসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘সুহেল প্রায় সময়েই আমার ঘরে আসা-যাওয়া করে। রোববার রাতে বাড়িতে না থাকায় আমার স্ত্রীকে সে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করে সুহেল। এতে বাধা দিলে সুহেল আমার স্ত্রীকে মারধর করে। গ্রামের মাতবরেরা বিচারের আশা দিয়েও কোনো বিচার করেনি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সুহেলকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা আবুল বাশার বলেন, ‘মেয়েটির স্বামী ও আমার ছেলে ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে প্রতিদিন একসঙ্গে গাঁজা খায়। ওই নারীর সন্তান না হওয়ায় স্বামীর সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তিন মাসের মধ্যে সন্তান না হলে স্বামী তাকে তালাক দেবে। সম্ভবত সন্তানের আশায় মেয়েটি স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে মেলামেশা করতে চাইছিল।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘এক নারীকে কুপ্রস্তাব দিয়ে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৫ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
১৬ মিনিট আগেঅবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২১ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন আরও এক এমপির কাছ থেকে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে