Ajker Patrika

সুইডেনের ক্রাউন প্রিন্সেস কয়রায় যাচ্ছেন সোমবার, এলাকাজুড়ে বাড়তি নিরাপত্তা 

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২২: ১৪
সুইডেনের ক্রাউন প্রিন্সেস কয়রায় যাচ্ছেন সোমবার, এলাকাজুড়ে বাড়তি নিরাপত্তা 

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে খুলনার কয়রায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। গোটা এলাকাজুড়ে নিরাপত্তার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার-পরিছন্ন করা হচ্ছে। তাঁর পরিদর্শনের জায়গাগুলো পরিপাটি করে গোছানো হচ্ছে। 

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার বাংলাদেশে অবস্থান করবেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এর মধ্যে মঙ্গলবার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শনে করবেন। 

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অগ্রগতি পর্যবেক্ষণ করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া। 

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সুইডেনের প্রিন্সেস ভিক্টোরিয়া আমাদের পরিষদে আসবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার–পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো গোছানো হচ্ছে।’ 

মহারাজপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে চলাচলের স্থান মেরামতের কাজ চলছেকয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিক উজ জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্টীয় অতিথিকে বরণের জন্য সব প্রস্তুতি নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত