কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।
মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন।
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে।
জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে।
হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন।
কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) চিকিৎসাধীন তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।
মৃত শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার বাসিন্দা।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুটি সেফটি সেমিয়াসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিল এবং সেই সঙ্গে করোনা পজিটিভ ছিল। বেশ কিছুদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮শ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় মৃতের সংখ্যা ৩৫৭ জন, কুমারখালীতে ১১০ জন, দৌলতপুরে ১০২ জন, ভেড়ামারা ৭৬ জন, মিরপুর ১১৮ জন এবং খোকসা উপজেলার ৩৭ জন।
এদিকে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জন্য কুষ্টিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হলেও গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কুষ্টিয়ায় এর সংক্রমণ কমতে শুরু করেছে।
জেলা সিভিল সার্জন অফিস এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত) ১৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। তবে আক্রান্তদের অধিকাংশই বাড়িতে চিকিৎসা নেওয়ার কারণে এখনো হাসপাতালে রোগীর চাপ তেমন একটা নেই বললেই চলে।
হাসপাতালে পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বলেন, এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ২৩১ জনের। এর মধ্যে ২১ হাজার ২২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৮৬ জন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
৭ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
১৯ মিনিট আগেঅবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৩ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন আরও এক এমপির কাছ থেকে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে