ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে ফয়সাল হোসেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে শাহাদাত হোসেন তাঁর ছেলে ফয়সালকে সঙ্গে নিয়ে গ্রামের মাঠে মরিচের খেতে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে ফয়সাল হঠাৎ কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে ছেলে ফয়সাল বাবার মরদেহ মাঠে ফেলে রেখে বাড়ি ফিরে গিয়ে মাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে ফয়সাল হোসেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে শাহাদাত হোসেন তাঁর ছেলে ফয়সালকে সঙ্গে নিয়ে গ্রামের মাঠে মরিচের খেতে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে ফয়সাল হঠাৎ কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে ছেলে ফয়সাল বাবার মরদেহ মাঠে ফেলে রেখে বাড়ি ফিরে গিয়ে মাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ইচ্ছা ছিল যেন সাধারণভাবে দাফন করা হয়। তাই সেই অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।’
১২ মিনিট আগেচট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
১৫ মিনিট আগেগত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
২২ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
২৬ মিনিট আগে