Ajker Patrika

মহেশপুর সীমান্তে দালালসহ ৫ জন গ্রেপ্তার 

ঝিনাইদহ প্রতিনিধি
মহেশপুর সীমান্তে দালালসহ ৫ জন গ্রেপ্তার 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল রোববার রাত ১১টার দিকে সীমান্তের মাটিলা বিইউপির যাদবপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পারাপারে সহযোগিতা করার অপরাধে দুই দালালকে গ্রেপ্তার করে বিজিবি। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার গৌরাঙ্গ সরদারের ছেলে সাগর সরদার (২৩), নারায়ণগঞ্জ জেলার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মণ্ডলের ছেলে হিমু মণ্ডল (২২), খুলনা জেলার ডাকবাংলা রেল কলোনি গ্রামের মৃত সোবাহান মাঝীর ছেলে জুম্মান মাঝী (২৬)। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল, মৃত ফজলুর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৩৬) এবং আবদুল রহমানের ছেলে মো. শামীম মণ্ডল (৩২)। তাঁরা দুজনেই ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা। 

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে প্রবেশ করার জন্য সীমান্তের জুলুলী গ্রামের মো. আনিছুর রহমানের বাড়িতে কিছু মানুষ অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা রাতে অভিযান চালিয়ে আনিছুর রহমানের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদেরকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে দুজন দালালের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত