Ajker Patrika

বাগেরহাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১২
বাগেরহাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার জিরো পয়েন্ট ও ফয়লা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম। গতকাল শুক্রবার সন্ধ্যার আগমুহূর্তে এ ঘটনা ঘটে। পরে রাতেই ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে তিন যুবকের নামে ধর্ষণ মামলা করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলার পাড় গোবিন্দপুর গ্রামের শেখ ফরহাদের ছেলে রাসেল শেখ (২৬) এবং কালেখারবের এলাকার আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন সজল (২৫)। রহমত (২৬) নামে এক আসামি এখনো পলাতক রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একজন স্কুলশিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয় সে। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহূর্তে খুলনা-মোংলা মহাসড়কে রনসেন মোড় এলাকা থেকে অভিযুক্ত রহমত (২৬) ও রাসেল শেখ (২৬) ওই কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে উপজেলার ঘেরের টংঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেনসহ তিনজন কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভুক্তভোগীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। 

এ বিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিন আসামির মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত