Ajker Patrika

অনিয়মের অভিযোগে তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অনিয়মের অভিযোগে তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মো. নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়, কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির জরুরি সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন অধ্যক্ষ নুরুল্লাহ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শানের নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত