তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মো. নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়, কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির জরুরি সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন অধ্যক্ষ নুরুল্লাহ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শানের নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তালা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির জরুরি সভায় তাঁকে বরখাস্ত করা হয়। এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তালা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এজেডএম আবু বকর সিদ্দিক জানান, ২০১৮ সালের ১ অক্টোবর তালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আবুল ফজল মো. নুরুল্লাহ। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও এলাকাবাসী তাকে কয়েক দফা সতর্ক করে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
সম্প্রতি অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানে আয়-ব্যয়, কমিটির সদস্যদের অমান্য করা, মাদ্রাসার কমিটি গঠন প্রক্রিয়ার কাজ আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কমিটির জরুরি সভায় তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে থাকেন অধ্যক্ষ নুরুল্লাহ। এ সময় তাকে প্রথমে কারণ দর্শানের নোটিশ এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, একাধিক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফজল মো. নুরুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
১ সেকেন্ড আগেশাহরিয়ারের সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
২৪ মিনিট আগেপাবনার চাটমোহরে গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
২৯ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
৪২ মিনিট আগে