Ajker Patrika

গাভি নিয়ে যাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি  
বাছুর কোলে নিয়ে বিচার চাইতে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নার্গিস আক্তার। ছবি: আজকের পত্রিকা
বাছুর কোলে নিয়ে বিচার চাইতে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নার্গিস আক্তার। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভি নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্যসচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কার হওয়া ওই ব্যক্তির নাম বেল্লাল হোসেন খান (৫৮)। তিনি শুক্তাগড় ইউনিয়নের বামন খান গ্রামের আজিজ খানের ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসে গাভির মালিক নার্গিস আক্তারের হাতে তা ফিরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মো. বেল্লাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন রাজাপুর, ঝালকাঠি। বিভিন্ন জাতীয় গণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা অবগত হই যে, পাওনা টাকা আদায় করতে গিয়ে জনৈক আবু বকরের পোষা গাভি তার গোয়াল থেকে নিয়ে এসেছেন। এতে আমরা অত্যন্ত ব্যথিত হই। আপনার এই কর্মকাণ্ড কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। যেহেতু আপনি জেনেশুনে এ ধরনের কাজে লিপ্ত হয়েছেন, তাই দল আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবি এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’

এর আগে গাভিটির দুধের বাছুরটি কোলে করে বিচার চাইতে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসেন মালিক নার্গিস আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত