নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গত বুধবার রাতে হামলা হয়েছে। মোটরসাইকেলে আগত কয়েকজন যুবক বাসার প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নাসরিন এ ঘটনার জন্য দলেরই একটি অংশকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষাভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
এদিকে নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে দলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করলেও মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যাননি।
এ প্রসঙ্গে নাসরিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসায় হামলা হয়। তখন তিনি বাসায় ছিলেন না। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাঁর বাসায় হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে গেটের ওপর আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
নাসরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন আগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। এর জেরে আমার বাসায় হামলা হতে পারে।’ তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. মামুন বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসার দরজার ওপর কোপের আঘাত দেখেছেন। এ ছাড়া বাসার সামনে ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়। নাসরিন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নাসরিন হামলাকারী শনাক্ত করতে পারলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল মহানগর বিএনপির কমিটি স্পষ্টত দুটি ভাগে বিভক্ত। একটি আহ্বায়ক ও অপরটি সদস্যসচিবের গ্রুপ।
বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় গত বুধবার রাতে হামলা হয়েছে। মোটরসাইকেলে আগত কয়েকজন যুবক বাসার প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। নাসরিন এ ঘটনার জন্য দলেরই একটি অংশকে দায়ী করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষাভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
এদিকে নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে দলের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করলেও মহানগর বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যাননি।
এ প্রসঙ্গে নাসরিন জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাসায় হামলা হয়। তখন তিনি বাসায় ছিলেন না। কয়েকটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাঁর বাসায় হামলা করেন। ধারালো অস্ত্র দিয়ে গেটের ওপর আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
নাসরিন সন্দেহ প্রকাশ করে বলেন, ‘কয়েক দিন আগে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আমি দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছি। এর জেরে আমার বাসায় হামলা হতে পারে।’ তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানান।
কোতোয়ালি মডেল থানার এসআই মো. মামুন বলেন, তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাসার দরজার ওপর কোপের আঘাত দেখেছেন। এ ছাড়া বাসার সামনে ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়। নাসরিন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নাসরিন হামলাকারী শনাক্ত করতে পারলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বরিশাল মহানগর বিএনপির কমিটি স্পষ্টত দুটি ভাগে বিভক্ত। একটি আহ্বায়ক ও অপরটি সদস্যসচিবের গ্রুপ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
২৬ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে