নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।
আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।
শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।
আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।
শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার নৌ পুলিশ পরিদর্শক মো. তোহিদ হোসেন...
৪ মিনিট আগেবগুড়াতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের হামলার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। আজ শুক্রবার বিকেলে শহরের ঈদগা মোড়ে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। এ সময় তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন করেন।
৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও একজন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া মাফরুহীন খান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে...
৭ মিনিট আগেবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা একটি রাজনীতির মহাকাব্য। এই দফাগুলোতেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার ও তা বাস্তবায়নের দিকনির্দেশনা রয়েছে। এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সব নেতা-কর্মী ও তরুণেরাই এই ৩১ দফার...
১০ মিনিট আগে