নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।
আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।
শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ঘেরাও কর্মসূচি পালন করে তাঁরা এই আল্টিমেটাম দেন।
আজ বেলা ১১টার দিকে ‘বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ’ ব্যানারে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে অবস্থানের পর তাঁরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় তাঁরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকে।
শাহরিয়ারের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শিক্ষার্থী মশিউর রহমান শুভ বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।’
আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় আলোচনার জন্য যায়। এ দলে ঢাবির শিক্ষক মু. আবদুস সালাম, অসীম দাস, মু. সিরাজুল ইসলাম এবং শিক্ষার্থীরা ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা থানার সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যান।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একই দিনে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে সিফাত হাসানের (১১) পর এবার মো. আয়মান আকন্দ সাদাবের (৫) লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় এলাকায় নানার বাড়ির পাশের জঙ্গলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অবস্থায় সাদাবের লাশ পাওয়া যায়।
৯ মিনিট আগেবিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন পদ্ধতিতে পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের রোল নম্বর উল্লেখ করতে হবে না। প্রতিটি খাতা একটি একক কোডের মাধ্যমে শনাক্ত করে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা মূল্যায়ন করবেন। এতে পরীক্ষকদের কাছে শিক্ষার্থীর পরিচয় গোপন থাকবে। এই পদ্ধতি সব সেশনে কার্যকর করা হবে।
২৯ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
৩৪ মিনিট আগেগ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অপহরণের দিন রাতেই কামরুল নেশাজাতীয় দ্রব্য মেশানো চা খাইয়ে মামুনকে অচেতন করেন। পরে তাঁকে হত্যা করে লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে মাঝের পাড়া এলাকায় মাটিচাপা দিয়ে আত্মগোপনে যান।
১ ঘণ্টা আগে