Ajker Patrika

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার

চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। তবে ডলার পাচারকারীরা পালিয়ে গেছেন বলেও জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চোরাকারবারিরা দর্শনা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইউএস ডলার পাচার করবে বলে গোপন তথ্য পাওয়া যায়। এ খবরে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ৮৬ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় আনুমানিক পৌনে ১১টার দিকে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্য দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখে বিজিবি টহলদল। এ সময় তাঁর গতিরোধের চেষ্টা করলে তিনি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। ব্যাগের মধ্যে ২টি বান্ডিলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করে। 

বিজিবি পরিচালক পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, এ বিষয়ে দর্শনা থানায় মামলা করা হবে এবং উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত