চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় ৫০ দিনের ব্যবধানে দুই মানবপাচারকারী আটক হয়েছে। এ সময় এক নারী ও তাঁর ২ সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে (বিজিবি)।
রোববার দিবাগত রাত (সোমবার) ২টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে আনা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন—বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচার ও মাদক পাচারের মামলা রয়েছে। গ্রেপ্তার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা ভিকটিমদের উদ্ধার করা হয়। সে সময়ই পাহারায় থাকা দুই পাচারকারীকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারপ্রাপ্তরা জানান, তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস, জহুরুলরা। ইউনুস ও জহুরুলও পাচারের কথা স্বীকার করেছেন।
বিজিবি ও চৌগাছা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেওয়ার নামে পাচার করে থাকে। এর আগে, গত ৮ জানুয়ারি শহরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ও ইউনুসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।
যশোরের চৌগাছা উপজেলায় ৫০ দিনের ব্যবধানে দুই মানবপাচারকারী আটক হয়েছে। এ সময় এক নারী ও তাঁর ২ সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে (বিজিবি)।
রোববার দিবাগত রাত (সোমবার) ২টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে আনা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন—বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচার ও মাদক পাচারের মামলা রয়েছে। গ্রেপ্তার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা ভিকটিমদের উদ্ধার করা হয়। সে সময়ই পাহারায় থাকা দুই পাচারকারীকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারপ্রাপ্তরা জানান, তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস, জহুরুলরা। ইউনুস ও জহুরুলও পাচারের কথা স্বীকার করেছেন।
বিজিবি ও চৌগাছা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেওয়ার নামে পাচার করে থাকে। এর আগে, গত ৮ জানুয়ারি শহরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ও ইউনুসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩০ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
১১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে হাত ও পায়ের রগ কেটে হত্যার পর সড়কে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাকওয়া পরিবহনের স্টাফের বিরুদ্ধে। মামলা নিতে গড়িমসির অভিযোগ তুলে তাকওয়া পরিবহনের বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ...
১ ঘণ্টা আগেজয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে