Ajker Patrika

পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার ৬, গ্রেপ্তার ২ 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার ৬, গ্রেপ্তার ২ 

যশোরের চৌগাছা উপজেলায় ৫০ দিনের ব্যবধানে দুই মানবপাচারকারী আটক হয়েছে। এ সময় এক নারী ও তাঁর ২ সন্তান এবং দুই কিশোরসহ ৬ জনকে উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করেছে (বিজিবি)। 

রোববার দিবাগত রাত (সোমবার) ২টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া মাঠ থেকে পাচারের উদ্দেশ্যে আনা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার ও দুই মানবপাচারকারীকে আটক করে আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

আটককৃতরা হলেন—বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাঁদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচার ও মাদক পাচারের মামলা রয়েছে।  গ্রেপ্তার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া সীমান্তের ২/৩শ গজ  অভ্যন্তরে মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে আনা ভিকটিমদের উদ্ধার করা হয়। সে সময়ই পাহারায় থাকা দুই পাচারকারীকে আটক করে বিজিবি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারপ্রাপ্তরা জানান, তাঁদের ভারতে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস, জহুরুলরা। ইউনুস ও জহুরুলও পাচারের কথা স্বীকার করেছেন। 

বিজিবি ও চৌগাছা থানা-পুলিশ সূত্র জানিয়েছে, করোনা শুরুর পর থেকে চৌগাছা সীমান্তে অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেওয়ার নামে পাচার করে থাকে। এর আগে, গত ৮ জানুয়ারি শহরের পাঁচনমানা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে র‍্যাব। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেপ্তার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।  

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, বিজিবি পাচারকারীদের আটক ও ভিকটিমদের উদ্ধার করে চৌগাছা থানায় সোপর্দ করেছে। পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। জহুরুল ও ইউনুসকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃতদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত