গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বাড়ছে সর্বনাশা তামাক চাষ। তামাক কোম্পানির নানা প্রলোভনে পড়ে ধান, গম ও সবজি চাষ কমিয়ে দিয়েছেন কৃষকেরা। তাঁরা অনুরাগী হয়ে উঠছেন তামাক চাষে। এতে উপজেলায় প্রতিবছর নতুন এলাকায় তামাকের আবাদ সম্প্রসারিত হচ্ছে। ফলে একদিকে জমির উর্বরাশক্তি কমছে, অন্যদিকে তামাক পোড়ানোর ধোঁয়ায় শরীরের মারাত্মক ক্ষতিও হচ্ছে।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। গত বছর ৩৯০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছিল। গত বছরের তুলনায় এবার তামাক চাষ বেড়েছে।
তামাকচাষিরা বলছেন, তাঁরা বিভিন্ন কোম্পানির সার, বীজসহ নানা প্রণোদনার প্রলোভনে পড়ে তামাক চাষ করছেন। তবে তামাক চাষ শুরু করার পর বাজার থেকে দ্বিগুণ মূল্যে সার কিনতে বাধ্য করছে তামাক কোম্পানি।
জানা গেছে, একসময় উপজেলার উৎপাদিত সবজি ও খাদ্যশস্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হতো। কিন্তু তামাক কোম্পানির প্রলোভনে সবজি ও খাদ্যশস্য উৎপাদন কমে গেছে। তামাক উৎপাদনকালে প্রক্রিয়াজাতকরণ, ব্যবহার এবং সর্বশেষ বর্জ্য পর্যন্ত সব পর্যায়ে যেমন জনস্বাস্থ্যের ক্ষতি করছে, একইভাবে পরিবেশের ক্ষতি করছে।
করমদি গ্রামের তামাকচাষি সাকলাইন আহমেদ বলেন, ‘আগে আমি কলার আবাদ করেছি। এবার তামাকের আবাদ করছি।’
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুপ্রভা রানী বলেন, ‘তামাক সেবন ও ধোঁয়ায় ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘তামাক চাষ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। তবে তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য কাজ করছি।’
মেহেরপুরের গাংনীতে বাড়ছে সর্বনাশা তামাক চাষ। তামাক কোম্পানির নানা প্রলোভনে পড়ে ধান, গম ও সবজি চাষ কমিয়ে দিয়েছেন কৃষকেরা। তাঁরা অনুরাগী হয়ে উঠছেন তামাক চাষে। এতে উপজেলায় প্রতিবছর নতুন এলাকায় তামাকের আবাদ সম্প্রসারিত হচ্ছে। ফলে একদিকে জমির উর্বরাশক্তি কমছে, অন্যদিকে তামাক পোড়ানোর ধোঁয়ায় শরীরের মারাত্মক ক্ষতিও হচ্ছে।
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। গত বছর ৩৯০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছিল। গত বছরের তুলনায় এবার তামাক চাষ বেড়েছে।
তামাকচাষিরা বলছেন, তাঁরা বিভিন্ন কোম্পানির সার, বীজসহ নানা প্রণোদনার প্রলোভনে পড়ে তামাক চাষ করছেন। তবে তামাক চাষ শুরু করার পর বাজার থেকে দ্বিগুণ মূল্যে সার কিনতে বাধ্য করছে তামাক কোম্পানি।
জানা গেছে, একসময় উপজেলার উৎপাদিত সবজি ও খাদ্যশস্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হতো। কিন্তু তামাক কোম্পানির প্রলোভনে সবজি ও খাদ্যশস্য উৎপাদন কমে গেছে। তামাক উৎপাদনকালে প্রক্রিয়াজাতকরণ, ব্যবহার এবং সর্বশেষ বর্জ্য পর্যন্ত সব পর্যায়ে যেমন জনস্বাস্থ্যের ক্ষতি করছে, একইভাবে পরিবেশের ক্ষতি করছে।
করমদি গ্রামের তামাকচাষি সাকলাইন আহমেদ বলেন, ‘আগে আমি কলার আবাদ করেছি। এবার তামাকের আবাদ করছি।’
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুপ্রভা রানী বলেন, ‘তামাক সেবন ও ধোঁয়ায় ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘তামাক চাষ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। তবে তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য কাজ করছি।’
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৯ মিনিট আগে