Ajker Patrika

দর্শনায় আটটি স্বর্ণের বারসহ আটক এক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৪: ৩১
দর্শনায় আটটি স্বর্ণের বারসহ আটক এক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে আটটি স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সকালে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করে মহেশপুরের বিজিবি-৫৮ ব্যাটালিয়ন। সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গুণরাজধী গ্রামের বাসিন্দা।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি-৫৮-এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এ সময় একজন ভ্যানচালকে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁর গতিরোধ করেন। পরে তাঁকে আটক করে ভ্যানে তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত