বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুই দেশের বাংলা ভাষাপ্রেমীরা। আজ বুধবার বেলা ১১টায় সীমান্তের শূন্যরেখায় কাঠ ও বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারে তাঁরা শ্রদ্ধা জানান। এ সময় দুই বাংলার মিলনমেলা তৈরি হয়।
বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অস্থায়ী শহীদ মিনারে আজ বাংলাদেশের পক্ষে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২০ জন শ্রদ্ধা জানান। ভারতের পক্ষে ২৪ পরগনার বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে আরও ২০ জন অংশ নেন। তাঁদের মধ্যে দুই দেশের রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা, কবি ও সাহিত্যিকেরা ছিলেন।
শূন্যরেখায় সরেজমিনে জানা গেছে, মাথার ওপর একদিকে লাল-সবুজ আর অন্যদিকে গেরুয়া-সাদা-সবুজ রঙের পতাকা উড়তে থাকে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার চত্বর। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যস্ত থাকেন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিরা। এতে এক ছাদের নিচে দুই দেশের ভাষাপ্রেমীদের মিলন মেলা তৈরি হয়। এ সময় ভাষাপ্রেমীরা গেয়ে ওঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, বিএসএফসহ বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার ছিল।
বেনাপোল পৌরসভার লোকজন জানান, বেনাপোল সীমান্তে ২০ বছর ধরে ভারত-বাংলাদেশ যৌথভাবে ভাষা শহীদদের প্রতি এভাবে শ্রদ্ধা জানিয়ে আসছে। এ বছরও সংক্ষিপ্ত পরিসরে শূন্যরেখায় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দুই বাংলার ভাষাপ্রেমীরা। সীমানা ভুলে অনেকটা এদিন মিলে-মিশে একাকার হওয়ার সুযোগ পান ভাষাপ্রেমীরা।
ভারতের প্রতিনিধি দলের নেতা ২৪ পরগনা ভারতের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘মাতৃভাষা রক্ষার যে কোনো সংকট মোকাবিলায় আগামীতে দুই দেশ এক থাকবে। দুই বাংলার এই আয়োজন পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতির মেল বন্ধনকে জোরদার করবে।’
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন বলেন, ‘ভাষার জন্য জীবন ত্যাগের ইতিহাস একমাত্র বাঙালির। যা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। এ জন্য বাঙালি ও বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করি। শূন্যরেখায় দুই বাংলার ২১ উদ্যাপন নতুন প্রজন্মকে ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হতে ভূমিকা রাখবে।’
শূন্যরেখায় ফুল দিতে আসা ভারতীয় ভাষাপ্রেমী নদ্দিতা বিশ্বাস জানান, ভাষার টানে শূন্যরেখায় বারবার ছুটে আসেন তিনি। এ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন।
বাংলাদেশি ভাষাপ্রেমী মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম বলেন, ‘যাদের রক্তে মায়ের ভাষা অর্জন হয়েছে সেই ভাষা শহীদদেরকে বিশ্ব চিরদিন মনে রাখবে।’
বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ২০০২ সালে প্রথম বেনাপোলের সরগম সংগীত একাডেমি ও ভারতের ২৪ পরগনার ২১ উদ্যাপন কমিটির আয়োজনে যৌথ মাতৃভাষা দিবস পালন শুরু হয় শূন্যরেখায়। আর ২০১২ সাল থেকে সরকারিভাবে এই দিবসটি পালন করে আসছে বেনাপোল পৌরসভা ও ভারতের বনগাঁ পৌরসভা।
যশোরের বেনাপোল সীমান্তে এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দুই দেশের বাংলা ভাষাপ্রেমীরা। আজ বুধবার বেলা ১১টায় সীমান্তের শূন্যরেখায় কাঠ ও বাঁশের তৈরি অস্থায়ী শহীদ মিনারে তাঁরা শ্রদ্ধা জানান। এ সময় দুই বাংলার মিলনমেলা তৈরি হয়।
বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অস্থায়ী শহীদ মিনারে আজ বাংলাদেশের পক্ষে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২০ জন শ্রদ্ধা জানান। ভারতের পক্ষে ২৪ পরগনার বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে আরও ২০ জন অংশ নেন। তাঁদের মধ্যে দুই দেশের রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা, কবি ও সাহিত্যিকেরা ছিলেন।
শূন্যরেখায় সরেজমিনে জানা গেছে, মাথার ওপর একদিকে লাল-সবুজ আর অন্যদিকে গেরুয়া-সাদা-সবুজ রঙের পতাকা উড়তে থাকে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার চত্বর। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যস্ত থাকেন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিরা। এতে এক ছাদের নিচে দুই দেশের ভাষাপ্রেমীদের মিলন মেলা তৈরি হয়। এ সময় ভাষাপ্রেমীরা গেয়ে ওঠেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি’ গান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, বিএসএফসহ বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার ছিল।
বেনাপোল পৌরসভার লোকজন জানান, বেনাপোল সীমান্তে ২০ বছর ধরে ভারত-বাংলাদেশ যৌথভাবে ভাষা শহীদদের প্রতি এভাবে শ্রদ্ধা জানিয়ে আসছে। এ বছরও সংক্ষিপ্ত পরিসরে শূন্যরেখায় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দুই বাংলার ভাষাপ্রেমীরা। সীমানা ভুলে অনেকটা এদিন মিলে-মিশে একাকার হওয়ার সুযোগ পান ভাষাপ্রেমীরা।
ভারতের প্রতিনিধি দলের নেতা ২৪ পরগনা ভারতের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘মাতৃভাষা রক্ষার যে কোনো সংকট মোকাবিলায় আগামীতে দুই দেশ এক থাকবে। দুই বাংলার এই আয়োজন পরস্পরের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতির মেল বন্ধনকে জোরদার করবে।’
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন বলেন, ‘ভাষার জন্য জীবন ত্যাগের ইতিহাস একমাত্র বাঙালির। যা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। এ জন্য বাঙালি ও বাংলাদেশি হিসেবে আমরা গর্ববোধ করি। শূন্যরেখায় দুই বাংলার ২১ উদ্যাপন নতুন প্রজন্মকে ভাষার প্রতি আরও শ্রদ্ধাশীল হতে ভূমিকা রাখবে।’
শূন্যরেখায় ফুল দিতে আসা ভারতীয় ভাষাপ্রেমী নদ্দিতা বিশ্বাস জানান, ভাষার টানে শূন্যরেখায় বারবার ছুটে আসেন তিনি। এ দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন।
বাংলাদেশি ভাষাপ্রেমী মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম বলেন, ‘যাদের রক্তে মায়ের ভাষা অর্জন হয়েছে সেই ভাষা শহীদদেরকে বিশ্ব চিরদিন মনে রাখবে।’
বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ২০০২ সালে প্রথম বেনাপোলের সরগম সংগীত একাডেমি ও ভারতের ২৪ পরগনার ২১ উদ্যাপন কমিটির আয়োজনে যৌথ মাতৃভাষা দিবস পালন শুরু হয় শূন্যরেখায়। আর ২০১২ সাল থেকে সরকারিভাবে এই দিবসটি পালন করে আসছে বেনাপোল পৌরসভা ও ভারতের বনগাঁ পৌরসভা।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
১৩ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে