ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং দেবনাথসহ ২০ শিক্ষার্থী এবং শিক্ষক ননী গোপাল, অভিভাবক জাহানারা বেগম, নিপা কর্মকার, মানবেন্দ্র দেবনাথ, উত্তম কর্মকার, কুদ্দুস শেখসহ ২৫ জন অভিভাবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।
জানা যায়, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপীঠ থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলিয়ে প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে আসে পিকনিকে। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য।
এরপর তারা পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে খাবার খায়। কয়েকঘণ্টা পর থেকেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা সুস্থ হয়েছে।
শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারও পেটে ব্যথা করছে। এভাবে প্রায় ১০০ জনের মতই নানাভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অনেককেই হাসপাতালে আনা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়াই তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হয়। তাদের মধ্যে বয়ষ্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।’
ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ব্যক্তি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং দেবনাথসহ ২০ শিক্ষার্থী এবং শিক্ষক ননী গোপাল, অভিভাবক জাহানারা বেগম, নিপা কর্মকার, মানবেন্দ্র দেবনাথ, উত্তম কর্মকার, কুদ্দুস শেখসহ ২৫ জন অভিভাবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জনেরই খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।
জানা যায়, বাগেরহাট সদরের শিশু কানন আদর্শ বিদ্যাপীঠ থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মিলিয়ে প্রায় ১০৮ জন ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালী পার্কে আসে পিকনিকে। পথিমধ্যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনে সেলিমের হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসে দুপুরে খাওয়ার জন্য।
এরপর তারা পার্কে ঘোরাঘুরির পর দুপুর ২টার দিকে খাবার খায়। কয়েকঘণ্টা পর থেকেই অধিকাংশেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকসহ মোট ৪৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা ছাড়াই কিছুটা সুস্থ হয়েছে।
শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক ননী গোপাল আচার্য বলেন, খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই একে একে কেউ বমি করছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারও পেটে ব্যথা করছে। এভাবে প্রায় ১০০ জনের মতই নানাভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অনেককেই হাসপাতালে আনা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, ‘খাবার খাওয়ার পর সেই খাদ্যের বিষক্রিয়াই তাদের এমন হয়। সকলেরই বমি ও পাতলা পায়খানা হয়। তাদের মধ্যে বয়ষ্ক কয়েকজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।’
প্রকৌশলী জয়নুল আবেদীন জানান, জুলাই আন্দোলনে নয়জন প্রকৌশলী শহীদ হয়েছেন। তিনি বলেন, “ফোরাম অব ইঞ্জিনিয়ার্স একটি ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভিশনের অনুপ্রেরণায় প্রকৌশলীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এখন সময় এসেছে জুলাইয়ের চেতনাকে জীবনের সর্বস্তরে ধারণ করার।”
১০ মিনিট আগেঅভিযান চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, আইনের বাইরে কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলার উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৭ মিনিট আগেআহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
১ ঘণ্টা আগেআজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরী সেবা সমূহ ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে থাকবে।
১ ঘণ্টা আগে