Ajker Patrika

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উদ্বোধন

খুলনা প্রতিনিধি
খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উপলক্ষে আনন্দ র‍্যালি। ছবি: আজকের পত্রিকা
খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উপলক্ষে আনন্দ র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ঈদ উৎসব উপলক্ষে খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়। একই সঙ্গে সারা দেশে সাত শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে আনন্দ র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

এ সময় তিনি বলেন, ‘ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আমরা চাই ক্রেতাদের মাঝে সেই আনন্দ ছড়িয়ে দিতে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনে মিলিয়নিয়ারসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ক্রেতার জীবনে সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ হতে পেরেছে ওয়ালটন।’

এস এম মাহবুবুল আলম বলেন, ইতিমধ্যেই অনেক ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন। অনেক ক্রেতা লাখপতি হয়েছেন। অসংখ্য ক্রেতা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। ডিজিটাল ক্যাম্পেইনের এই আনন্দময় বার্তা সবার কাছে পৌঁছে দিতে একযোগে সারা দেশে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘র‍্যালিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট তারকা অলরাউন্ডার আমাদের গর্ব মেহেদী হাসান মিরাজ। মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মর্যাদায় সম্মানিত হওয়ায় ওয়ালটন পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

‘র‍্যালিতে মিরাজ যে ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, সেখানের একঝাঁক খুদে ক্রিকেটারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের জন্য শুভকামনা। ওদের মাঝ থেকে আরও অসংখ্য মিরাজ বের হয়ে আসবে এই প্রত্যাশা।’

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উপলক্ষে আনন্দ র‍্যালি। ছবি: আজকের পত্রিকা
খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ উপলক্ষে আনন্দ র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, দেশজুড়ে ৭০২টি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্রেতাসাধারণ ও শুভাকাঙ্ক্ষী এখান থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। ওয়ালটন প্লাজার মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসির মাধ্যমে বছরজুড়েই ক্রেতাসাধারণের জন্য নানাবিধ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। এটা ক্রেতাদের জন্য আমাদের দায়িত্বশীলতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

আনন্দ র‍্যালিটি নগরীর শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়। র‍্যালিতে দেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, অর্ধশতাধিক তরুণ ক্রিকেটারসহ খুলনা জোনের তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

শেষে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দেশে তৈরি পণ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। এতে দেশের অর্থ দেশে থাকবে। দেশীয় শিল্পের টেকসই বিকাশের সঙ্গে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত