বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন। আজ মঙ্গলবার সকাল থেকে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ছাড়েনি। স্থানীয় রুটেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনের সংখ্যা ছিল অনেক কম। তবে বাগেরহাটের বিভিন্ন বাজার ও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে অবরোধ সফল করতে বিএনপি জামায়াতের কোনো কার্যক্রম না থাকলেও, সকাল থেকে পুলিশ, র্যাবের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে ছিলেন।
বাগেরহাট শহরে মিছিল ও শান্তি সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহরের দশানী, শালতলা, রেলরোডসহ বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে হরতাল, অবরোধ ও বিএনপি জামায়াত বিরোধী স্লোগান দিতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দকে।
বাগেরহাটের বিভিন্ন সড়কে র্যাব-৬ খুলনার তিনটি গাড়িকে টহল দিতে দেখা গেছে।
বাগেরহাটের মিছিল-সমাবেশে বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস বলেন, ‘দেশের মানুষের জানমাল নষ্ট করতেই বিএনপি জামায়াত এই অবরোধ ডেকেছে। বাগেরহাটের মানুষের জানমাল রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে আমরা শান্তি সমাবেশ করেছি। বাগেরহাট যুবলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছে।’
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নাশকতা মামলায় জেলার বিভিন্ন থানায় ২৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি-জামায়াতের দাবি অবরোধ কর্মসূচি যাতে পালন না করতে পারে এই জন্যই অবৈধভাবে নেতা-কর্মীদের আটক করা হয়েছে।
বাগেরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছেন দাবি করে জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, ‘মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। অবরোধ সফল করতে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে অবরোধ যাতে না সফল হয় সে জন্য পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, বিভিন্ন থানা থেকে নাশকতা মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অবরোধে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন। আজ মঙ্গলবার সকাল থেকে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ছাড়েনি। স্থানীয় রুটেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহনের সংখ্যা ছিল অনেক কম। তবে বাগেরহাটের বিভিন্ন বাজার ও মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে অবরোধ সফল করতে বিএনপি জামায়াতের কোনো কার্যক্রম না থাকলেও, সকাল থেকে পুলিশ, র্যাবের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে ছিলেন।
বাগেরহাট শহরে মিছিল ও শান্তি সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহরের দশানী, শালতলা, রেলরোডসহ বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে হরতাল, অবরোধ ও বিএনপি জামায়াত বিরোধী স্লোগান দিতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দকে।
বাগেরহাটের বিভিন্ন সড়কে র্যাব-৬ খুলনার তিনটি গাড়িকে টহল দিতে দেখা গেছে।
বাগেরহাটের মিছিল-সমাবেশে বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস বলেন, ‘দেশের মানুষের জানমাল নষ্ট করতেই বিএনপি জামায়াত এই অবরোধ ডেকেছে। বাগেরহাটের মানুষের জানমাল রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে আমরা শান্তি সমাবেশ করেছি। বাগেরহাট যুবলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছে।’
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নাশকতা মামলায় জেলার বিভিন্ন থানায় ২৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি-জামায়াতের দাবি অবরোধ কর্মসূচি যাতে পালন না করতে পারে এই জন্যই অবৈধভাবে নেতা-কর্মীদের আটক করা হয়েছে।
বাগেরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছেন দাবি করে জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, ‘মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। অবরোধ সফল করতে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে অবরোধ যাতে না সফল হয় সে জন্য পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, বিভিন্ন থানা থেকে নাশকতা মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অবরোধে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
১ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে