Ajker Patrika

দর্শনা থেকে ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ৩৮
দর্শনা থেকে ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুই কোটি টাকার সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে এদিন বেলা ১টার দিকে দর্শনা রেলস্টেশন থেকে ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করে বিজিবি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেলস্টেশন এলাকা দিয়ে মহানন্দা এক্সপ্রেসে সাপের বিষ পাচার হচ্ছে—এমন সংবাদ পায় বিজিবি। পরে দুপুরে মহানন্দা এক্সপ্রেসের ৪ নম্বর বগির লাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। ব্যাগটি তল্লাশি করে তিনটি কাচের বোতল থেকে ৩০০ গ্রাম ওজনের সাপের বিষ জব্দ করা হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিজিবির হাবিলদার মুরাদুল ইসলাম বাদী হয়ে মামলা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত