Ajker Patrika

দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় পাঁচ ওসির বদলি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৭
দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় পাঁচ ওসির বদলি

দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বদলি ও সংযুক্ত করা হয়েছে। নবনিযুক্তরা হলেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার), ফেরদৌস ওয়াহিদ, লুৎফুল কবীর, আব্দুল খালেক ও সাইফুল ইসলাম। একে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলছে কর্তৃপক্ষ। 

চুয়াডাঙ্গার সদর থানায় ওসি হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মহসীন। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। আর চুয়াডাঙ্গা সদর থানার সদ্য সাবেক ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন। 

দামুড়হুদা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। আর দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেককে জীবননগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। 

দর্শনা থানায় ওসি হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে। 

জীবননগর থানায় নতুন ওসি হয়েছেন আব্দুল খালেক। তিনি দামুড়হুদা থানার ওসি ছিলেন। আর জীবননগর থানার সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেছেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। 

এভাবে একযোগে পাঁচ ওসি বদলের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময় পূর্ণ হওয়ায় একই সঙ্গে জেলার পাঁচ থানায় এমন রদবদল হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত