যশোর প্রতিনিধি
যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’
যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’
‘গণ-অভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু নানা ধরনের রাজনৈতিক প্রহসনে বহু মানুষ মারা যাচ্ছে’ উল্লেখ করে নাহিদ বলেন, ‘চাঁদাবাজ দুর্নীতি, দখলদারিতে পুরো দেশ ছেয়ে গেছে। চুয়াডাঙ্গাবাসীকে আমরা বলতে এসেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমেছি
১৮ মিনিট আগেহিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ কর্মসূচি পালনের পর আগের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিমাগারমালিকেরা। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কৃষক, ব্যবসায়ী, হিমাগারমালিক, প্রশাসনসহ সব পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৬ মিনিট আগেভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৪টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বাঁধ ভাঙার ২৪ ঘণ্টা পার হলেও পানিবন্দী মানুষের অনেকে এখনো শুকনো খাবার বা বিশুদ্ধ পানি পাননি বলে অভিযোগ উঠেছে।
৩৩ মিনিট আগেবন্ধুরা ফিরে গেছেন হলে, আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার সকালে কক্সবাজারে সমুদ্রসৈকতে ভেসে ওঠে। এখন সেই মরদেহ নিয়ে সড়কপথে বগুড়ায় আসছেন বাবা রফিকুল ইসলাম।
৩৬ মিনিট আগে