যশোর প্রতিনিধি
যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’
যশোরে সড়কের ওপরে রাখা বালির স্তূপে পিছলে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলটির আরেক আরোহী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের বেজপাড়া মধুসূদন তারাপ্রসন্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন (২৮) শহরের কারবালা পুকুরপাড় এলাকার বাসিন্দা। আহত মালিহা আক্তার (২৪) শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিনুর রহমানের মেয়ে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত মালিহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে হতাহতরা বেজপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজ মোড়ে যাওয়ার পথে গতিরোধক অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে রাস্তার ওপর বালি থাকার কারণে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে চালক ও আরোহী সড়কের ওপরে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তানভীরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত মালিহা কিছুটা শঙ্কামুক্ত।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়রা বলেছে অতিরিক্ত গতিতে আসছিল বাইকটি। স্পিড ব্রেকার অতিক্রম করেই সড়কের ওপর বালির স্তূপের ওপর পিছলে যায় বাইকটি। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, যশোর শহরের বিভিন্ন সড়ক ও এর ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তা সরু হয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তি পোহাচ্ছে। সড়কের ধারে যত্রতত্র নির্মাণসামগ্রী স্তূপ করে রাখায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপন্ন হচ্ছে জনজীবন। অভিযোগ করেও মিলছে না প্রতিকার বলে জানিয়েছেন তারা।
তবে বিষয়টি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী ইট, বালু ও পাথর স্তূপ করে রাখা হয়েছে। মাইকিং করে ওসব সরানোর নির্দেশনা দেব।’
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
৫ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে