Ajker Patrika

‘বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টদায়ক কিছু নেই’

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৮: ৪১
আসিফ আহমেদ। ছবি: সংগৃহীত
আসিফ আহমেদ। ছবি: সংগৃহীত

বন্ধুরা ফিরে গেছেন হলে, আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার সকালে কক্সবাজারে সমুদ্রসৈকতে ভেসে ওঠে। এখন সেই মরদেহ নিয়ে সড়কপথে বগুড়ায় আসছেন বাবা রফিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে যান।

আসিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বাড়ি বগুড়ার নারুলি দক্ষিণ পাড়া এলাকায়। তাঁর বাবা রফিকুল ইসলাম গাবতলীর বাগবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। মা উম্মে শরিফা মারা গেছেন দুই বছর আগে। দুই ভাইয়ের ছোট আসিফ, পরিবারের চোখের মণি ছিলেন।

‘মা হারা ছেলে আমার। আমি কী বলব, ভাষা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টদায়ক কিছু নেই।’ এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদটি জানান রফিকুল ইসলাম।

ছেলেকে নিয়ে বলতে গিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘পরশু দিন ওর সঙ্গে শেষ কথা হয়েছিল। বলেছিল, “বাবা কাল আমার পরীক্ষা, পরীক্ষা শেষ হলে কথা বলব।” আমি ঘুণাক্ষরেও বুঝিনি, ও কক্সবাজারে যাবে। এখন আর কোনো কথা বলবে না সে। কফিনেই ফিরছে আমার ছেলে।’

আসিফের খালা বলেন, ‘ও সবার প্রিয় ছিল। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবার সঙ্গে ওর গভীর সম্পর্ক ছিল। জন্মদিনে ২৫ জন বন্ধু এসেছিল। এত বন্ধু কার থাকে? ও ছিল প্রাণখোলা একটা ছেলে।’

নারুলিতে আসিফের বাসার আশপাশে চলছে মাতম। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অপেক্ষা করছেন মরদেহের জন্য। কবরস্থানে জায়গা খোঁড়া হয়েছে, জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। সবাই বলছে, এমন মৃত্যু যেন কোনো মা-বাবার দেখা না হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত