যশোর প্রতিনিধি
তাঁরা বাড়ি ফিরতে চান। কিন্তু ঠিকানা জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়েও তাঁদের স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। এমনই তিনজন প্রতিবন্ধী নারী আছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের যশোর শেল্টার হোমে। পরিবারের সন্ধান না পাওয়ায় জেলা প্রশাসন তাঁদের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
ওই তিন নারী হলেন ৬৫ বছর বয়সের বাক্প্রতিবন্ধী এক বৃদ্ধা, ২৩ বছরের বাক্প্রতিবন্ধী এক তরুণী এবং মানসিক প্রতিবন্ধী শিমু (২৪) নামের এক নারী।
প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে ওই তিন নারী এখন আহ্ছানিয়া মিশন যশোরের শেল্টার হোমে রয়েছেন। তাঁদের মধ্যে বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে গত বছরের ২৯ আগস্ট বেনাপোল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে বেনাপোল থানা-পুলিশ জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে। এক বছরের বেশি সময় ধরে তিনি পরিচয়হীনভাবে শেল্টার হোমে রয়েছেন। আরেক বাক্প্রতিবন্ধী তরুণীকে বেনাপোল থানা-পুলিশ ভবঘুরে অবস্থায় উদ্ধার করে গত ২৩ সেপ্টেম্বর জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে। এ ছাড়া শিমু (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফরিদপুরের একটি শেল্টার হোম থেকে নিজেদের জিম্মায় নেয় জাস্টিস অ্যান্ড কেয়ার।
এরপর জাস্টিস অ্যান্ড কেয়ার ওই তিন নারীকে তাঁদের পরিবারে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করে। কিন্তু তাঁদের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ফলে তাঁদের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করে জাস্টিস অ্যান্ড কেয়ার।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা বলেন, পারিবারিক একত্রীকরণের জন্য তাঁরা ওই তিন নারীর স্বজনদের সন্ধান করেছেন। কিন্তু কোনো ঠিকানা পাওয়া যায়নি। এ জন্য তাঁরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ তিন নারীর ঘটনা তদন্ত করে তিনটি প্রতিবেদন দাখিল করেন। জেলা প্রশাসক বরাবর করা প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও ইশারা ভাষার মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ৬৫ বছরের বাক্প্রতিবন্ধী বৃদ্ধা বিবাহিত। তাঁর সন্তান রয়েছে। তাঁর সই নিয়ে সম্পত্তি দখল করে তাঁকে অপরিচিত জায়গায় রেখে আসা হয়।
আর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও ইশারা ভাষার মাধ্যমে আধো আধো বোলে ২৩ বছরের বাক্প্রতিবন্ধী তরুণী জানিয়েছেন, তাঁর নাম মীম অথবা জীম। তিনি অবিবাহিত। তাঁরা চার ভাইবোন। তিনি বড়। বাবার নাম বাবু ও মায়ের নাম রুবিনা। কিন্তু ঠিকানা জানাতে পারেননি। আরেক মানসিক প্রতিবন্ধী নারী শিমু (২৪) জানিয়েছেন, তাঁর বাবার নাম বারেক। শিমু তাঁর পরিবারের আর কোনো তথ্য দিতে পারেননি।
জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর অফিসে তাঁদের আঙুলের ছাপ ও ছবি দিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারও তাঁদের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের পরিচয় উদ্ঘাটন কিংবা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।
সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, জাস্টিস অ্যান্ড কেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিন নারীকে সরকারি বা বেসরকারি বৃদ্ধাশ্রম এবং বাকি দুজনকে গাজীপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ওই তিন নারীকে তাঁদের নিরাপদ আশ্রয় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ঠিকানা বা পরিচয় উদ্ঘাটিত না হওয়ায় সেটি সম্ভব হয়নি। এ জন্য বৃদ্ধাকে সরকারি বা বেসরকারি বৃদ্ধাশ্রম এবং বাকি দুজনকে গাজীপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তাঁরা বাড়ি ফিরতে চান। কিন্তু ঠিকানা জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়েও তাঁদের স্বজনদের সন্ধান পাওয়া যায়নি। এমনই তিনজন প্রতিবন্ধী নারী আছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের যশোর শেল্টার হোমে। পরিবারের সন্ধান না পাওয়ায় জেলা প্রশাসন তাঁদের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
ওই তিন নারী হলেন ৬৫ বছর বয়সের বাক্প্রতিবন্ধী এক বৃদ্ধা, ২৩ বছরের বাক্প্রতিবন্ধী এক তরুণী এবং মানসিক প্রতিবন্ধী শিমু (২৪) নামের এক নারী।
প্রশাসন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে ওই তিন নারী এখন আহ্ছানিয়া মিশন যশোরের শেল্টার হোমে রয়েছেন। তাঁদের মধ্যে বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে গত বছরের ২৯ আগস্ট বেনাপোল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে বেনাপোল থানা-পুলিশ জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে। এক বছরের বেশি সময় ধরে তিনি পরিচয়হীনভাবে শেল্টার হোমে রয়েছেন। আরেক বাক্প্রতিবন্ধী তরুণীকে বেনাপোল থানা-পুলিশ ভবঘুরে অবস্থায় উদ্ধার করে গত ২৩ সেপ্টেম্বর জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে। এ ছাড়া শিমু (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফরিদপুরের একটি শেল্টার হোম থেকে নিজেদের জিম্মায় নেয় জাস্টিস অ্যান্ড কেয়ার।
এরপর জাস্টিস অ্যান্ড কেয়ার ওই তিন নারীকে তাঁদের পরিবারে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করে। কিন্তু তাঁদের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ফলে তাঁদের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করে জাস্টিস অ্যান্ড কেয়ার।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা বলেন, পারিবারিক একত্রীকরণের জন্য তাঁরা ওই তিন নারীর স্বজনদের সন্ধান করেছেন। কিন্তু কোনো ঠিকানা পাওয়া যায়নি। এ জন্য তাঁরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ তিন নারীর ঘটনা তদন্ত করে তিনটি প্রতিবেদন দাখিল করেন। জেলা প্রশাসক বরাবর করা প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও ইশারা ভাষার মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ৬৫ বছরের বাক্প্রতিবন্ধী বৃদ্ধা বিবাহিত। তাঁর সন্তান রয়েছে। তাঁর সই নিয়ে সম্পত্তি দখল করে তাঁকে অপরিচিত জায়গায় রেখে আসা হয়।
আর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ও ইশারা ভাষার মাধ্যমে আধো আধো বোলে ২৩ বছরের বাক্প্রতিবন্ধী তরুণী জানিয়েছেন, তাঁর নাম মীম অথবা জীম। তিনি অবিবাহিত। তাঁরা চার ভাইবোন। তিনি বড়। বাবার নাম বাবু ও মায়ের নাম রুবিনা। কিন্তু ঠিকানা জানাতে পারেননি। আরেক মানসিক প্রতিবন্ধী নারী শিমু (২৪) জানিয়েছেন, তাঁর বাবার নাম বারেক। শিমু তাঁর পরিবারের আর কোনো তথ্য দিতে পারেননি।
জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর অফিসে তাঁদের আঙুলের ছাপ ও ছবি দিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ারও তাঁদের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু তাঁদের পরিচয় উদ্ঘাটন কিংবা স্বজনদের সন্ধান পাওয়া যায়নি।
সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, জাস্টিস অ্যান্ড কেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তিন নারীকে সরকারি বা বেসরকারি বৃদ্ধাশ্রম এবং বাকি দুজনকে গাজীপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ওই তিন নারীকে তাঁদের নিরাপদ আশ্রয় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ঠিকানা বা পরিচয় উদ্ঘাটিত না হওয়ায় সেটি সম্ভব হয়নি। এ জন্য বৃদ্ধাকে সরকারি বা বেসরকারি বৃদ্ধাশ্রম এবং বাকি দুজনকে গাজীপুরে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৪৪ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে