Ajker Patrika

বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম, অর্ধলাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ২৭
বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম, অর্ধলাখ টাকা জরিমানা

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করায় এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের নাগের বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

নামহীন ওই কারখানার মালিক তাছলিমা বেগমকে এ জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আজকের পত্রিকাকে জানান, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় গাড়ির চাপায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে। 

বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম গাড়িচাপায় পিষে নষ্ট করা হয়তিনি আরও বলেন, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’

প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না। এ ছাড়া কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল বলে জানান আব্দুল্লাহ আল ইমরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত