Ajker Patrika

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কেজি সোনাসহ দুজনকে আটক করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কেজি সোনাসহ দুজনকে আটক করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।

নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। আমাদের আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে। বেলা ১টার দিকে বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। স্বর্ণ চোরাকারবারি সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করা হয়। তাঁদের কাছে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।

বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান আরও বলেন, জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত