প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
করোনার লকডাউনের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলায় কাঁচামালের পরিবহন। তার পরও করোনার অজুহাত দেখিয়ে পৌর শহরের প্রধান কাঁচাবাজারের নানা পণ্য চড়া মূল্যে বিক্রি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
আজ সোমবার সকালে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে কুমড়া শাক বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এর আগে ক্রেতারা এমন চড়া দামে শাক কেনেনি। আর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উচ্ছে। কাঁকরোল, বেগুন, শসা, পটোল, কচুমুখীসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা দরে। শুধু আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজার করতে আসা ব্যবসায়ী সত্তার ইজারদার, মহিদুল শেখ, কায়দাবাদ গোলদারসহ অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, শহরের বাইরের গ্রামগঞ্জ থেকে এ বাজারে বিক্রেতারা আসছেন শাকসবজি বিক্রি করতে। কিন্তু তাঁদের বাজারে বসতে দেওয়া হচ্ছে না। তাঁদের বাজারে বসতে না দিয়ে বাজারের সিন্ডিকেট চক্র শাকসবজি কম দামে কিনে রেখে চড়া দামে বিক্রি করছেন।
অন্যদিকে বাজারের কয়েকজন সবজিবিক্রেতা জানান, লকডাউনে গাড়ি বন্ধ, তাই দাম বেশি। অথচ কাঁচামাল পরিবহনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় চড়া দামে কাঁচা পণ্য কিনতে গিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ দিনমজুররা। তাঁরা এই সিন্ডিকেট চক্রের অবসানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য নূর আলম শেখ বলেন, পৌর শহরের প্রধান কাঁচাবাজারে একটি শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট চক্র আছে। তারা অধিক মুনাফা লাভের আশায় করোনার দোহাই দিয়ে এ অপকর্মগুলো করছে। এখানকার দ্রব্যমূল্যের (কাঁচামালের) ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ প্রয়োজন।
উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ বিষয়ে দুই–এক দিনের মধ্যে বাজার কমিটিকে ডাকা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে অভিযান পরিচালনা করানো হবে। যদি তারা কোনো অজুহাতে পণ্যের দাম বেশি নিয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, শহরের বাইরে থেকে আসা কৃষকেরা অবশ্য এই বাজারে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। অথবা পাইকারিও বিক্রি করে দিয়ে যেতে পারেন, সেটি তাঁদের সিদ্ধান্ত। যদি তাঁদের এই বাজারে বিক্রিতে বাধা দেওয়া হয়, তাহলে বাধাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
রাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৫ মিনিট আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩৮ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
৪১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
৪৪ মিনিট আগে