Ajker Patrika

ভারতীয় ট্রাকচালকদের মারধর, ৫ ঘণ্টা বন্ধ ভোমরা বন্দরের কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮: ১১
ভারতীয় ট্রাকচালকদের মারধর, ৫ ঘণ্টা বন্ধ ভোমরা বন্দরের কার্যক্রম

ভারতীয় ট্রাক চালকদের মারধরের ঘটনার জেরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। অবশেষে আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর আমদানি-রপ্তানি শুরু হয়। 

ভোমরা স্থলবন্দরের একটি সূত্র জানায়, পাথর বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভাঙাচোরা রাস্তার কারণে ঝাঁকুনিতে ট্রাক থেকে পাথর পড়ে যাচ্ছিল। সেগুলো কুড়িয়ে নেয় স্থানীয় একদল লোক। গতকাল সোমবার রাতে একটি চক্র ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভালো রাস্তা থেকে সরিয়ে ভাঙাচোরা অংশ দিয়ে চালাতে বাধ্য করে। ভারতীয় ট্রাকের চালক বাবলু সরদার (৪৩) এতে রাজি না হলে ট্রাক থামিয়ে তাঁকেসহ রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মণ্ডলসহ আট ভারতীয় নাগরিককে বেদম মারপিট করে স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে কথিত শ্রমিকেরা। ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। এর প্রতিবাদে ভারতীয় চালকেরা ট্রাক চালনা বন্ধ করে দেন। 

তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভোমরা গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, পণ্য খালাসের সময় তুচ্ছ ঘটনায় তাঁকে বেদম মারপিট করেছে ভারতীয় ট্রাক ড্রাইভারেরা।

এ বিষয়ে জানতে চাইলে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ‘সোমবার রাতে সৃষ্ট ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওপারের ঘোজাডাঙ্গা ব্যবসায়ী নেতা সন্দীপ ঘোষসহ কাস্টমস কর্মকর্তারা এসেছিলেন। আলোচনা শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মিটমাট হয়ে গেছে। দুপুর ২টা থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত