Ajker Patrika

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯: ২২
Thumbnail image

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মধুমেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী মেলার মাঠ পরিদর্শন করে মধুমঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেন। 

যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকতের সভাপতিত্বে মধুমঞ্চে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। 

সাগরদাঁড়িতে মধুমেলার প্রথম দিনে জমে ওঠে বেচা-কেনাঅনুষ্ঠানে কবির জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

মেলার প্রথম দিনেই মধুপল্লি, কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ পাড়, বিদায় ঘাট, বুড়ো কাঠবাদামগাছের তলাসহ মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে কৃষি মেলা দর্শনার্থীদের কাছে মধুমেলায় আকর্ষণীয় হয়ে ওঠে। মেলার মাঠে ড্রাগন ট্রেন ঘিরে ও নাগরদোলায় শিশুরা আনন্দে মেতে থাকে। গ্রামীণ পসরাগুলোতে বিভিন্ন বয়সী মানুষের মালামাল কিনতে দেখা যায়। 

মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৩১ জানুয়ারি পর্যন্ত সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী এ মধুমেলা অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত