Ajker Patrika

বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক ৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে বন বিভাগের আকাশমণি কাঠসহ আটক পাঁচ যুবক। ছবি: আজকের পত্রিকা
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে বন বিভাগের আকাশমণি কাঠসহ আটক পাঁচ যুবক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দীরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।

মোহাম্মদ ইকবাল বলেন, গতকাল শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদের পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণিগাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলি ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়।

এ সময় কাঠ বহনকারী ইঞ্জিনচালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে। পরে মেসিসহ আটক ব্যক্তিদের মামলা করার মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমণিগাছের কাঠ ধামইরহাট বনবিট অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির উদ্ধার করা ২৫টি গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা করার মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত