ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
তীব্র লবণাক্ততায় চলতি বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় ডাকাতিয়া বিলের কয়েক হাজার বিঘার ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক শ কৃষক। তাঁরা বলছেন, অপরিকল্পিতভাবে স্লুইসগেট খুলে মাছ ধরা এবং চিংড়ি চাষের জন্য বিলে লবণাক্ত পানি ঢোকানোর কারণে মাঠের ধান নষ্ট হচ্ছে। এর জন্য স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ প্রশ্ন তুলেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে। তবে পাউবো দায়ী করছে স্থানীয়দের।
দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া। স্থায়ী জলাবদ্ধতার কারণে ৯০-এর দশকে জনগণ ওয়াপদার বেড়িবাঁধ কেটে জোয়ারভাটা চালু করে। এরপর থেকে বিলে কৃষকেরা পকেট ঘের তৈরি করে মাছ ও ধানের চাষ করছিলেন। চলতি বোরো মৌসুমে এই বিলের কয়েক হাজার বিঘার ধানগাছ নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষকেরা।
আজ শনিবার সরেজমিন উপজেলার কৃষ্ণনগরে গেলে কথা হয় বিদ্যুৎ মণ্ডল, তারক চন্দ্র মণ্ডল, শতদল ঘরামি, অলোক সরকার, বিদ্যুৎ ঘরামি, সুনিল মণ্ডল, রবিন সরকারসহ অনেক কৃষকের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিংড়ি চাষ ও মাছ ধরার জন্য স্থানীয় একটি মহল শৈলমারী, শলুয়া, আমভিটা ও থুকড়া স্লুইসগেট দিয়ে আশ্বিন-কার্তিক মাসে বিলে লবণপানি ঢোকায়। তা ছাড়া শলুয়া গেটের কপাট ভেঙে গেছে। আমভিটা ও থুকড়া গেটে কপাটই নেই। তাই ডাকাতিয়া বিলে ব্যাপকভাবে লবণপানি প্রবেশ করে। এখন তীব্র লবণাক্ততায় ধানের গাছ ব্যাপকভাবে মারা যাচ্ছে। লবণাক্ততায় ধানগাছ মারা যাওয়ায় খেত পরিত্যক্ত ঘোষণা করেছেন প্রদীপ জোয়ারদার ও রাজু সরকারসহ অনেক কৃষক।
এ নিয়ে জানতে চাইলে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোজিৎ বালা বলেন, ‘বিষয়টি এলাকার সবাই জানে। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। কারা পানি ওঠায় পানি উন্নয়ন বোর্ড তা ভালোভাবে জানে।’
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বিষয়টি আমরা জানি। বিষয়টি পাউবোকে বারবার জানিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। চলতি মৌসুমে কৃষকেরা যে ক্ষতির শিকার হয়েছেন, তা পূরণ হওয়ার নয়। এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেখা উচিত। সংসদ সদস্যের একার পক্ষে কতটা দেখা সম্ভব। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি দেখতে বলেছি।’
এ নিয়ে জানতে চাইলে ইউএনও শরীফ আসিফ রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখছি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘ইতিমধ্যে শলুয়া গেটের কপাট আমরা লাগিয়ে দিয়েছি। অপরিকল্পিতভাবে স্লুইসগেট খুলে মাছ ধরা এবং চিংড়ি চাষের জন্য স্থানীয়রা দায়ী। তারা কেন লবণপানি বিলে ঢোকায় তা আমি বুঝি না।’
তীব্র লবণাক্ততায় চলতি বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় ডাকাতিয়া বিলের কয়েক হাজার বিঘার ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কয়েক শ কৃষক। তাঁরা বলছেন, অপরিকল্পিতভাবে স্লুইসগেট খুলে মাছ ধরা এবং চিংড়ি চাষের জন্য বিলে লবণাক্ত পানি ঢোকানোর কারণে মাঠের ধান নষ্ট হচ্ছে। এর জন্য স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ প্রশ্ন তুলেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে। তবে পাউবো দায়ী করছে স্থানীয়দের।
দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া। স্থায়ী জলাবদ্ধতার কারণে ৯০-এর দশকে জনগণ ওয়াপদার বেড়িবাঁধ কেটে জোয়ারভাটা চালু করে। এরপর থেকে বিলে কৃষকেরা পকেট ঘের তৈরি করে মাছ ও ধানের চাষ করছিলেন। চলতি বোরো মৌসুমে এই বিলের কয়েক হাজার বিঘার ধানগাছ নষ্ট হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষকেরা।
আজ শনিবার সরেজমিন উপজেলার কৃষ্ণনগরে গেলে কথা হয় বিদ্যুৎ মণ্ডল, তারক চন্দ্র মণ্ডল, শতদল ঘরামি, অলোক সরকার, বিদ্যুৎ ঘরামি, সুনিল মণ্ডল, রবিন সরকারসহ অনেক কৃষকের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিংড়ি চাষ ও মাছ ধরার জন্য স্থানীয় একটি মহল শৈলমারী, শলুয়া, আমভিটা ও থুকড়া স্লুইসগেট দিয়ে আশ্বিন-কার্তিক মাসে বিলে লবণপানি ঢোকায়। তা ছাড়া শলুয়া গেটের কপাট ভেঙে গেছে। আমভিটা ও থুকড়া গেটে কপাটই নেই। তাই ডাকাতিয়া বিলে ব্যাপকভাবে লবণপানি প্রবেশ করে। এখন তীব্র লবণাক্ততায় ধানের গাছ ব্যাপকভাবে মারা যাচ্ছে। লবণাক্ততায় ধানগাছ মারা যাওয়ায় খেত পরিত্যক্ত ঘোষণা করেছেন প্রদীপ জোয়ারদার ও রাজু সরকারসহ অনেক কৃষক।
এ নিয়ে জানতে চাইলে রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোজিৎ বালা বলেন, ‘বিষয়টি এলাকার সবাই জানে। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। কারা পানি ওঠায় পানি উন্নয়ন বোর্ড তা ভালোভাবে জানে।’
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বিষয়টি আমরা জানি। বিষয়টি পাউবোকে বারবার জানিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। চলতি মৌসুমে কৃষকেরা যে ক্ষতির শিকার হয়েছেন, তা পূরণ হওয়ার নয়। এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেখা উচিত। সংসদ সদস্যের একার পক্ষে কতটা দেখা সম্ভব। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি দেখতে বলেছি।’
এ নিয়ে জানতে চাইলে ইউএনও শরীফ আসিফ রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখছি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘ইতিমধ্যে শলুয়া গেটের কপাট আমরা লাগিয়ে দিয়েছি। অপরিকল্পিতভাবে স্লুইসগেট খুলে মাছ ধরা এবং চিংড়ি চাষের জন্য স্থানীয়রা দায়ী। তারা কেন লবণপানি বিলে ঢোকায় তা আমি বুঝি না।’
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৩৪ মিনিট আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৩৮ মিনিট আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৪৪ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে