Ajker Patrika

জড়িতদের শাস্তির দাবিতে ইবিতে মশাল মিছিল

ইবি প্রতিনিধি
জড়িতদের শাস্তির দাবিতে ইবিতে মশাল মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল বের করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে আজ সোমবার রাতে বের করা হয় এই মশাল মিছিল। রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে মিছিলটি বের হয়ে জিয়া মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে জিয়া মোড়ে এসে শেষ হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইটের নেতৃত্বে মাহমুদুল হাসান, উদয় দেবনাথ, নূর আলম,  আহসান হাবীব রানা,  আহমাদ গালিব, মাজিদুল ইসলাম উজ্জ্বল, ইমতিয়াজ চৌধুরী ইমন, আসিফুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

মিছিল শেষে সংগঠনটির সভাপতি ইমানুল সোহান ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। এ সময় তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত