Ajker Patrika

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৭: ৫৪
ঝিনাইদহে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশু হত্যা মামলায় আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের জুলাই মাসের ১২ তারিখ বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করা অবস্থায় নিখোঁজ হয়। পরে ওই মাসেরই ১৮ তারিখ সকালে পার্শ্ববর্তী শিশেরদাড়ি মাঠের পাটখেত থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিল আসাদুল ইসলাম। সেই ঘটনায় গ্রাম্য সালিসে তাঁকে জরিমানা করা হয়। তখন শিশু আসাদের বাবা দুলাল হোসেন তাঁকে চড়থাপ্পড় মেরেছিলেন। সেই ক্ষোভে শিশু আসাদকে হত্যা করেন আসাদুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত