ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক সংস্কারের বালু-পাথর ও বিটুমিন মেশানোর কাজ চলছে বিদ্যালয়ের মাঠে। ফলে ধোঁয়া ও ধুলাবালু ছড়িয়ে পড়ছে শ্রেণিকক্ষসহ আশপাশের এলাকায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। প্রতিষ্ঠানটির মাঠে রাখা পাথর-বালুর স্তূপ ও বিটুমিনের ব্যারেল। পাশেই চলছে বিটুমিন জ্বালানোর কাজ। সেখান থেকে নির্গত ধোঁয়া রোধে বিদ্যালয়ের বারান্দা ঢেকে ফেলা হয়েছে পলিথিন দিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের সামনে হামদহ স্ট্যান্ড থেকে নারিকেলবাড়িয়া বাজার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয় চার মাস আগে। এ জন্য নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের হাত করে ঠিকাদার মিঠু খান ও রাসেল আহমেদ এখানে মালামাল রেখেছেন। এখন এখানেই বিটুমিন মেশানোর কাজ করছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, বিদ্যালয়ের মাঠে রাস্তা সংস্কারের কাজ করছে। মাঠে পাথর ছড়িয়ে আছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। কালো ধোঁয়ার কারণে ক্লাস করাও কষ্টকর হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিবর্দ্দি বিশ্বাস বলেন, ‘স্কুলের মাঠে সড়কের নির্মাণসামগ্রী রাখার ব্যাপারে আমিসহ সব শিক্ষক ও শিক্ষার্থী বিরোধিতা করেছিলাম। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের চাপে আমরা কিছু করতে পারিনি। আমরা বাধ্য হয়েছি স্কুল বন্ধ করতে।’
জানতে চাইলে ঠিকাদার মিঠু খাঁ বলেন, ‘সড়কটির অবস্থা খুবই নাজুক ছিল। এলাকার মানুষ ও স্কুলের লোকজন সবাই বসে সিদ্ধান্ত নিয়ে স্কুলের মাঠ ব্যবহারের জন্য আমাদের অনুমতি দেয়। মাঠে ফসল থাকায় আমরা খোলা জায়গা না পেয়ে স্কুলের মাঠ ব্যবহার করেছি। আর কখনোই কোনো স্কুলের মাঠে এই কাজ করব না।’
এ বিষয়ে কথা হলে সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সড়কটির কাজ করছে ঠিকাদার মিঠু খাঁ ও রাসেল। তারা সড়ক নির্মাণের মালামাল স্কুলের মাঠে রেখেছে, সেটা তাদের দায়ভার। আমরা তাদের স্কুলের মাঠ ব্যবহারে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটি যদি চায়, তাহলে তারা স্কুলমাঠ ব্যবহার করার অনুমতি দিতে পারে। তবে পাঠদান ব্যাহত হয় বা শিক্ষক, শিক্ষার্থীদের ভোগান্তি হয়, এমন কাজ করার কোনো সুযোগ নেই।’
ঝিনাইদহে সড়ক সংস্কারের বালু-পাথর ও বিটুমিন মেশানোর কাজ চলছে বিদ্যালয়ের মাঠে। ফলে ধোঁয়া ও ধুলাবালু ছড়িয়ে পড়ছে শ্রেণিকক্ষসহ আশপাশের এলাকায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। প্রতিষ্ঠানটির মাঠে রাখা পাথর-বালুর স্তূপ ও বিটুমিনের ব্যারেল। পাশেই চলছে বিটুমিন জ্বালানোর কাজ। সেখান থেকে নির্গত ধোঁয়া রোধে বিদ্যালয়ের বারান্দা ঢেকে ফেলা হয়েছে পলিথিন দিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের সামনে হামদহ স্ট্যান্ড থেকে নারিকেলবাড়িয়া বাজার পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয় চার মাস আগে। এ জন্য নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের হাত করে ঠিকাদার মিঠু খান ও রাসেল আহমেদ এখানে মালামাল রেখেছেন। এখন এখানেই বিটুমিন মেশানোর কাজ করছেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, বিদ্যালয়ের মাঠে রাস্তা সংস্কারের কাজ করছে। মাঠে পাথর ছড়িয়ে আছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। কালো ধোঁয়ার কারণে ক্লাস করাও কষ্টকর হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিবর্দ্দি বিশ্বাস বলেন, ‘স্কুলের মাঠে সড়কের নির্মাণসামগ্রী রাখার ব্যাপারে আমিসহ সব শিক্ষক ও শিক্ষার্থী বিরোধিতা করেছিলাম। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের চাপে আমরা কিছু করতে পারিনি। আমরা বাধ্য হয়েছি স্কুল বন্ধ করতে।’
জানতে চাইলে ঠিকাদার মিঠু খাঁ বলেন, ‘সড়কটির অবস্থা খুবই নাজুক ছিল। এলাকার মানুষ ও স্কুলের লোকজন সবাই বসে সিদ্ধান্ত নিয়ে স্কুলের মাঠ ব্যবহারের জন্য আমাদের অনুমতি দেয়। মাঠে ফসল থাকায় আমরা খোলা জায়গা না পেয়ে স্কুলের মাঠ ব্যবহার করেছি। আর কখনোই কোনো স্কুলের মাঠে এই কাজ করব না।’
এ বিষয়ে কথা হলে সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সড়কটির কাজ করছে ঠিকাদার মিঠু খাঁ ও রাসেল। তারা সড়ক নির্মাণের মালামাল স্কুলের মাঠে রেখেছে, সেটা তাদের দায়ভার। আমরা তাদের স্কুলের মাঠ ব্যবহারে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটি যদি চায়, তাহলে তারা স্কুলমাঠ ব্যবহার করার অনুমতি দিতে পারে। তবে পাঠদান ব্যাহত হয় বা শিক্ষক, শিক্ষার্থীদের ভোগান্তি হয়, এমন কাজ করার কোনো সুযোগ নেই।’
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর—চট্ট মেট্রো জ ১১-১১০৯।
৫ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
১৫ মিনিট আগেরাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
২৫ মিনিট আগেআক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
২৮ মিনিট আগে