সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এ ঘটনায় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’
অবশেষে মানিকগঞ্জের সাটুরিয়ার মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। রোববার (১ জুন) অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা বিতরণ করা হয়। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এর আগে এ ঘটনায় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। গত ২০ মে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযুক্ত ইটভাটাটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ভাটার সব কার্যক্রম এবং বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।
এ ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগী কৃষকেরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে যমুনা ব্রিকস ফিল্ড পরিচালিত হয়ে আসছিল। এর গরম গ্যাস ও কালো ধোঁয়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ধানসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা পেয়ে আমরা খুশি। পাশে থাকার জন্য প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’
ভাটার মালিক আবুল কালাম জানান, গতকাল নির্ধারিত দিনে ৩৬ জন কৃষকের মধ্যে ক্ষতিপূরণের পুরো টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
৫ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
১২ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
২৬ মিনিট আগে