Ajker Patrika

জীবননগরে কারফিউ ভঙ্গ করে অবস্থান আন্দোলনকারীদের

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৪: ১৪
জীবননগরে কারফিউ ভঙ্গ করে অবস্থান আন্দোলনকারীদের

কারফিউ ভঙ্গ করে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় সরে যায় পুলিশ। সেনাবাহিনীর সদস্যরাও তাঁদের বাধা দেননি। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা অবস্থান নেন। 

আজ সকাল ১০টার দিকে জীবননগর হাসপাতাল গেটে অবস্থা নেন আন্দোলনকারীরা। আর জীবননগর তরফদার মার্কেটে অবস্থান নেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীরা সেখান থেকে মিছিল নিয়ে হাসপাতালের গেটে যান। এরপর তাঁরা একসঙ্গে মিছিল নিয়ে জীবননগর থানার সামনেসহ বিভিন্ন সড়কে কয়েক বার মিছিল নিয়ে যান। আর জীবননগর বাসস্ট্যান্ডে অবস্থান নেন। 

এ সময় জীবননগর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের কয়েকটি তিনটি তোরণ ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এ সময় কিছুটা দূরে পুলিশের অবস্থান থাকলেও তাঁরা নীরব ছিলেন। 

এদিকে আজ সকালের দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করতে গেলে রোষানলে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। পরে দ্রুত গাড়ি নিয়ে চলে যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত