Ajker Patrika

নড়াইলে ২৩ জনকে জরিমানা    

প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৫: ১৭
নড়াইলে ২৩ জনকে জরিমানা    

নড়াইল: সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে ষষ্ঠ দিনেও মাঠে রয়েছে নড়াইলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ অমান্য করায় ২৩ জনকে জরিমানা করা হয়েছে।  

আজ সোমবার জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অমান্যকারী ২৩ জনকে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকিং ও টহল চলছে। দুপুর পর্যন্ত রাস্তায় সীমিত সংখ্যক ইজি ভ্যান, ইজি বাইক চলতে দেখা গেছে। মুদি দোকান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। কাচাবাজার, মাছ বাজারেও ক্রেতা নেই।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করছে।

আজ সোমবার সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় নড়াইলে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৪৪৪ জন। এ পর্যন্ত মোট ১০ হাজার ২৩৮ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত