Ajker Patrika

নিষেধাজ্ঞায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে শঙ্কা, সময়সীমা বাড়ানোর দাবি

বেনাপোল প্রতিনিধি
নিষেধাজ্ঞায় ভারতে ইলিশ রপ্তানি নিয়ে শঙ্কা, সময়সীমা বাড়ানোর দাবি

ইলিশ প্রজনন মৌসুমের কারণে কাল বৃহস্পতিবার থেকে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা জারিতে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে গত ২০ দিনে মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। সব ইলিশ রপ্তানিতে সময় বৃদ্ধির প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। 
 
রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে কেবল ভারতে ইলিশ রপ্তানি করে আসছে। 
 
এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬০৯ টন ইলিশ রপ্তানির করতে পেরেছে। 

কিন্তু এরই মধ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমের কারণে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় রপ্তানিকারকেরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবেন বলে জানিয়েছেন। 

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক অশোক সরকার আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ থেকে আসা ইলিশ পূজায় অতিথি আপ্যায়নের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা। 

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের রেজাউল জানান, যদি সরকার সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে। 

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকবে। এতে এ বছর সব ইলিশ রপ্তানি হচ্ছে না ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। তখনো সময় স্বল্পতার কারণে মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত