ঢামেক প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩০ জন হলো।
সর্বশেষ নিহত মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক নাসির উদ্দিন।
তিনি জানান, আগুনে মাহতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
মাহতাবের মামা আঞ্জুম সিফাত জানান, বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকে তারা। এক ভাই ও এক বোনের মধ্যে মাহতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।
মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়।
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩০ জন হলো।
সর্বশেষ নিহত মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) মাইলস্টোন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মাহতাবের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন এর পরিচালক নাসির উদ্দিন।
তিনি জানান, আগুনে মাহতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
মাহতাবের মামা আঞ্জুম সিফাত জানান, বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় থাকে তারা। এক ভাই ও এক বোনের মধ্যে মাহতাব ছোট। বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে।
মাহতাবের চাচা তানভীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ওর ক্লাস ছিল স্কুলের দোতলায়। এর নিচেই বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় চারপাশে। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার সময় মাহতাবের শরীরে আগুন ধরে যায়।
গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেনকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তোফাজ্জেল।
৬ মিনিট আগেরূপগঞ্জে স্টিল কারখানার ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল কারখানায় এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেশুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামে ছালেহ আহম্মদ ও আবুল খায়ের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটে।
২৫ মিনিট আগে