Ajker Patrika

রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২৩: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল কারখানার ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনকে ভোররাতের দিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

জানতে চাইলে কারখানার কর্মকর্তা আরিফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টির লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠানো হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিক্রমপুর স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা তিনজনই এখন চিকিৎসাধীন। প্রতিষ্ঠানটির অবহেলা রয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত