Ajker Patrika

আবারও কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আবারও কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

বেতন ও চাকরির বয়সসীমা বাড়ানোসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনে গিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। শনিবার সকাল ৯টা সপ্তম দিনের মতো কর্মবিরতিতে যান তাঁরা। চলে দুপুর ২টা পর্যন্ত। দিনভর এই কর্মবিরতিতে ভোগান্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সনদপত্র উত্তোলন, প্রবেশপত্র নেওয়াসহ নানা কাজে অফিসে গিয়ে কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

আন্দোলনকারীরা জানান, ২০১৬ সাল থেকে সহকারী রেজিস্ট্রার বা সমমানের পদে প্রারম্ভিক বেতন স্কেল ৩৫,৫০০-৬৭, ০১০ টাকা, উপ-রেজিস্ট্রার বা সমমান পদে বেতন স্কেল ৫০,০০০-৭১, ২০০ টাকা, চাকরির বয়সসীমা ৬২ বছরকরণ এবং কর্মঘণ্টা ঠিক রেখে দুই দিনের পরিবর্তে একদিন (পূর্বের ন্যায়) অফিস ছুটি নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। সর্বশেষ, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমিতির ২৫৪ তম সিন্ডিকেট সভায় কর্মকর্তাদের দাবিসমূহ মেনে না নেওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামেন তাঁরা। এর পর থেকে প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন তাঁরা। 

শনিবার কর্মকর্তা সমিতির সমাবেশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা মেনে নেওয়া হচ্ছে না। একাধিকবার বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উল্লেখিত এই সুবিধাসমূহ ভোগ করে আসছেন। আমরা কেন এসব থেকে বঞ্চিত হব? এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। 

এ দিকে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনিক বিভিন্ন কাজে এসে কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাঁরা। 

আসিফ আকবর নামের এক শিক্ষার্থী বলেন, ‘সার্টিফিকেট তুলতে কয়েক দিন ধরে ঘুরছি, কিন্তু অফিসে লোকজন পাচ্ছি না। এ দিকে তাঁদের দেখা পেলেও তারা পরে আসতে বলছেন বারবার। আন্দোলনের নামে এ রকম অফিস বিরতি দেওয়া ভোগান্তি ছাড়া কিছুই নয়।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আইনের বাইরে আমি যেতে পারব না। তাঁদের দাবিসমূহ নিয়ে আমি ইউজিসির সঙ্গে কথা বলব। যৌক্তিক হলে আমিও চাই তাঁদের দাবি পূরণ হোক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত