ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় ‘এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান হাসান শোভন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আমরা যে নামে ভর্তি হয়েছি, সেই নামই পুনর্বহাল চাই। এটি আমাদের অধিকার।’
আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। তা না হলে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’
প্রসঙ্গত, গত বছর ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীকালে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সে সময় শিক্ষার্থীরা জানিয়েছিলেন, বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে চাকরি ক্ষেত্রে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যেটা থেকে তাঁরা বর্তমানে বঞ্চিত হচ্ছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় ‘এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান হাসান শোভন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আমরা যে নামে ভর্তি হয়েছি, সেই নামই পুনর্বহাল চাই। এটি আমাদের অধিকার।’
আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। তা না হলে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’
প্রসঙ্গত, গত বছর ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীকালে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সে সময় শিক্ষার্থীরা জানিয়েছিলেন, বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে চাকরি ক্ষেত্রে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যেটা থেকে তাঁরা বর্তমানে বঞ্চিত হচ্ছেন।
দিন যত গড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। এক মাস আগে শুধু শহরকেন্দ্রিক আক্রান্তের সংখ্যা দেখা গেলেও এখন শহর থেকে গ্রামে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
৩ মিনিট আগেগোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউ ও ১৪৪ ধারার সময়সীমা। তবে এ সময় আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।
৪ মিনিট আগেসব জেনেশুনে আমরা বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে জিভাল পল্লবী নামে আরেক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। তাঁদের সেই সম্পর্কে বাধা হয়েছি বিধায় যৌতুকের দাবিতে আমাকে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
৬ মিনিট আগেকক্সবাজারে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিষোদাগারমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। প্রতিবাদে আজ শনিবার সোয়া চারটার দিকে চকরিয়া পৌরশহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর
১১ মিনিট আগে