Ajker Patrika

দাবি না মানলে চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে পরিবহন ধর্মঘট

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
দাবি না মানলে চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে পরিবহন ধর্মঘট

সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গা জেলায় সে নিয়ম মানা হচ্ছে না। চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের পাঁচটি রুটে অবৈধ আলমসাধু, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল করছে। এ কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকেরা। এ পরিস্থিতি প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। 

সংবাদ সম্মেলন থেকে বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ আরও জানান, দাবি মানা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার যানও বন্ধ রাখা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ারদার টোকন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত