প্রতিনিধি, চুয়াডাঙ্গা
সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গা জেলায় সে নিয়ম মানা হচ্ছে না। চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের পাঁচটি রুটে অবৈধ আলমসাধু, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল করছে। এ কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকেরা। এ পরিস্থিতি প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলন থেকে বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ আরও জানান, দাবি মানা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার যানও বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ারদার টোকন প্রমুখ।
সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গা জেলায় সে নিয়ম মানা হচ্ছে না। চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের পাঁচটি রুটে অবৈধ আলমসাধু, নসিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার যানবাহন চলাচল করছে। এ কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকেরা। এ পরিস্থিতি প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলন থেকে বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ আরও জানান, দাবি মানা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার যানও বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ারদার টোকন প্রমুখ।
আমার কর্মস্থল আজকের পত্রিকা অফিস বনশ্রী এলাকার এক মাথায়। বাসা আরেক মাথায়। অনেকেই হয়তো জানেন, বনশ্রী-রামপুরা ছিল রাজধানীতে হাসিনাবিরোধী আন্দোলনের সেই সময়ের ‘হটস্পটগুলোর’ একটি। প্রতিদিন আমি এই হটস্পট পাড়ি দিয়ে অফিসে যাতায়াত করতাম। ছাত্র-জনতার আন্দোলনের শেষ কয়েক দিনের নানা ছবি মনের মধ্যে গভীরভাবে গেঁথে
১১ মিনিট আগেপেশাগত কারণে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনমুখর দিনগুলোর অধিকাংশই কেটেছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সেখান থেকেই নেতা-কর্মীদের আন্দোলন মোকাবিলার নির্দেশনা দিতেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।
৩০ মিনিট আগেদিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেট-সহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।
৩৩ মিনিট আগেসোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি।
৩৮ মিনিট আগে