Ajker Patrika

কনের ওজনের সমান কয়েন দেওয়া হলো বরকে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫: ১৮
Thumbnail image

কনের বাড়িতে বর হাজির। বিয়ের সব আনুষ্ঠানিকতাও প্রায় শেষ। বিয়েবাড়ির উঠানে টানানো হলো একটি বড় দাঁড়িপাল্লা। এক পাল্লায় বিয়ের পোশাকে কনে, অন্য পাল্লায় রাখা টাকার কয়েন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামের। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা যায় কনের ওজনের সমান টাকার কয়েন যৌতুক হিসেবে দেওয়া হয় পাত্রপক্ষকে। তবে কনের পিতা বলছেন, মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল এটি। যৌতুকের টাকা নয়, এটি পাত্রকে উপহারের টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের রতন আলীর মেয়ে মাছুরা খাতুনের সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাঁরা নিজেরা বিয়ে করেন। পরে দুই পরিবারের সম্মতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে সবার উপস্থিতিতে মেয়ের বাবা দাঁড়িপাল্লায় মেপে কনের ওজনের সমান টাকার কয়েন ছেলেকে দেন।

কনের পরিবার বিষয়টিকে ‘মানত’ দাবি করলেও অনেকে এটিকে যৌতুক হিসেবে দেখছেন। এ ব্যাপারে পাত্রপক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কথা বলতে রাজি হননি।

কনের বাবা রতন আলী বলেন, ‘মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল। মেয়ে বেঁচে থাকলে বিয়েতে তাঁর ওজনের সমপরিমাণ টাকা উপঢৌকন দেব। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে কয়েন দেওয়া হয়েছে। এটি যৌতুকের টাকা নয়।’

একই এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, এভাবে প্রকাশ্যে ওজন করে টাকা দেওয়া ঠিক হয়নি। এটি যৌতুক না ‘মানত’, তা নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে গ্রামে নানান কথা চলছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। এ নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুল্লাহ বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা আইনত অপরাধ। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত