Ajker Patrika

আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহ জেলা প্রশাসক 

ঝিনাইদহ প্রতিনিধি
আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহ জেলা প্রশাসক 

আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন। 

স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’ 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান। 

এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন। 

এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’ 

 তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’ 

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত