ঝিনাইদহ প্রতিনিধি
আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন।
স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।
এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।
এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলনের মুখে ছুটিতে গেলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ রোববার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করলে তিনি অফিস ত্যাগ করেন।
স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার তিন দিনের ছুটি চেয়েছেন কমিশনার স্যারের কাছে। পরে তিনি অফিস ত্যাগ করেন। তবে আমি যত টুক জানতে পেরেছি, তিনি ঝিনাইদহ ছেড়ে চলে যাবেন।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।
এরপর আন্দোলনকারীরা ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তারা সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার এসআই ফরিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের অপসারণের দাবি জানান। পরে তাদের ঝিনাইদহ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার আজিম উল আহসান। আশ্বাস পেয়ে ছাত্র নেতৃবৃন্দ সেখান থেকে ফিরে আসেন।
এসব বিষয়ে কথা বলতে ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের মোবাইলে ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা মোবাইলে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঝিনাইদহ জেলা প্রশাসক যোগদানের পর থেকে তিনি আ. লীগ নেতাদের যোগসাজশে দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের করেছেন। এমনকি তার দুর্ব্যবহারে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ছিলেন অতিষ্ঠ।’
তিনি আরও বলেন, ‘পুলিশের ওই দুই সদস্য নিজেদের সব সময় ছাত্রলীগের পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতেন এ জন্য আমরা তাদের অপসারণের দাবি জানিয়েছি।’
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতনা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ ও ছাত্রদল নেতা ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু ও সাকিব আল হাসান, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে