গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারার বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে একাধিক ইউপি সদস্য ও ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৪ জুন চাল বিতরণের কথা থাকলেও সাহারবাটী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক কার্ডধারী দরিদ্র পরিবার চাল পায়নি। বরাদ্দ করা চাল যথাযথভাবে বিতরণ না করে প্যানেল চেয়ারম্যান তা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন বলে দাবি অভিযোগকারীদের।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও মোছা. আসমা তারার বিরুদ্ধে ভিজিএফ বিতরণে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। সেসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই অপরাধ বারবার ঘটছে।
জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, ‘আমাকে ৩০০টি ভিজিএফ কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০০ জনই চাল পাননি। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।’ তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় দুর্লভপুর গ্রামের রতন আলী বলেন, ‘মহিবুল মেম্বারের কাছ থেকে ৬০ জনের কার্ড পেয়েছিলাম। কিন্তু চাল পেয়েছেন মাত্র ১০-১২ জন।’ ভ্রমরদাহ গ্রামের আব্দুস সালাম বলেন, ‘আমার নামে একটি কার্ড ছিল, কিন্তু ১০ কেজির বদলে মাত্র ৭ কেজি চাল পেয়েছি। অনেকে কিছুই পায়নি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারা বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ৩ হাজার ৬৩৫ জনের জন্য বরাদ্দ চাল যথানিয়মে বিতরণ করা হয়েছে।’
এ বিষয়ে ইউএনও আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারার বিরুদ্ধে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে একাধিক ইউপি সদস্য ও ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৪ জুন চাল বিতরণের কথা থাকলেও সাহারবাটী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক কার্ডধারী দরিদ্র পরিবার চাল পায়নি। বরাদ্দ করা চাল যথাযথভাবে বিতরণ না করে প্যানেল চেয়ারম্যান তা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন বলে দাবি অভিযোগকারীদের।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও মোছা. আসমা তারার বিরুদ্ধে ভিজিএফ বিতরণে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। সেসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই অপরাধ বারবার ঘটছে।
জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, ‘আমাকে ৩০০টি ভিজিএফ কার্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে ২০০ জনই চাল পাননি। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।’ তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় দুর্লভপুর গ্রামের রতন আলী বলেন, ‘মহিবুল মেম্বারের কাছ থেকে ৬০ জনের কার্ড পেয়েছিলাম। কিন্তু চাল পেয়েছেন মাত্র ১০-১২ জন।’ ভ্রমরদাহ গ্রামের আব্দুস সালাম বলেন, ‘আমার নামে একটি কার্ড ছিল, কিন্তু ১০ কেজির বদলে মাত্র ৭ কেজি চাল পেয়েছি। অনেকে কিছুই পায়নি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান মোছা. আসমা তারা বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ৩ হাজার ৬৩৫ জনের জন্য বরাদ্দ চাল যথানিয়মে বিতরণ করা হয়েছে।’
এ বিষয়ে ইউএনও আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ইচ্ছা ছিল যেন সাধারণভাবে দাফন করা হয়। তাই সেই অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।’
৮ মিনিট আগেচট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
১১ মিনিট আগেগত শনিবার বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানান হাসান। তিনি বলেন, ‘১৮ জুলাই ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম পায়ে গুলিবিদ্ধ হই। তখন ভয়ে হাসপাতালে যাইনি, একজন ডাক্তারের মাধ্যমে এক বাসায় বসে চিকিৎসা নিই। কিছুটা সুস্থ হয়ে ৫ আগস্ট আবার আন্দোলনে যাই।’
১৯ মিনিট আগেজানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন রথিন বিশ্বাস। ওই মিছিল সংসদ ভবনে প্রবেশ করলে তাঁর মাথায় কাচের একটি টুকরো ভেঙে পড়ায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় সহযোদ্ধারা তাঁকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করেন।
২৩ মিনিট আগে