Ajker Patrika

ভিজিএফ কার্ডের আবেদন নিয়ে বিরোধে যুবক খুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধের জের ধরে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল আজিজ ওই এলাকার খেলাফত উদ্দীনের ছেলে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফের কার্ড আবেদন এবং স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (৩২), আকরামের ছেলে বিজয় (৩০) ও আব্দুল আজিজের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে স্কুল বাজার এলাকায় আজিজ ও বিজয় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ পলাশ টেঁটা দিয়ে আজিজের পেটে আঘাত করলে তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে সরকারি সহায়তার কার্ড করা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত