নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতন-বোনাস বকেয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা আজ বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁও এবং বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকেরা অভিযোগ করছেন, গত ৯-১০ মাস ধরে তাঁরা বেতন-বোনাস পাচ্ছেন না। তাঁদের এই প্রতিবাদের মূল লক্ষ্য প্রকল্প পরিচালক তৌহিদুল আনোয়ার। তাঁর বিরুদ্ধে অপকর্ম, অনৈতিক কাজ, গ্রুপিং, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক বিশৃঙ্খলার মতো গুরুতর অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জোরালো দাবি জানিয়েছেন, আওয়ামী সরকারের আমলে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত এবং একাধিক ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি পরিচালক তৌহিদুল আনোয়ারকে কেবল বদলি নয়, অবিলম্বে চাকরি থেকে অপসারণ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মুগদা বাজার মসজিদ কমিটির সভাপতি হাফেজ আবদুর রহিম বলেন, ‘সারা দেশে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন গত ৯-১০ মাস ধরে বকেয়া রয়েছে। এমনিতেই সীমিত বেতনে কাজ করতে হয়, তার ওপর এই বকেয়া থাকার কারণে শিক্ষকেরা চরম কষ্টে আছেন।’ তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব তৌহিদুল আনোয়ার ঈদের আগে তাঁদের বেতন-বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ বুধবার পর্যন্ত কেউ বেতন পাননি।
মাতুয়াইল দরবার শরীফ মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের বেতন বন্ধ করে দেওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এরই প্রতিবাদে তাঁরা এই মানববন্ধন করছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন আজকের পত্রিকা'কে জানান, ইফার উপসচিব তৌহিদুল আনোয়ারকে গত ৩০ জুন বরিশালে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাঁর বদলির প্রতিবাদে গতকাল মঙ্গলবার তাঁর অনুসারী কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তি মানববন্ধন করেছিলেন। তবে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকার গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন, যেখানে কর্মচারীরাও অংশ নেন। সচিব আরও জানান, তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে মামলাও রয়েছে।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব তৌহিদুল আনোয়ার জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গণশিক্ষার কিছু শিক্ষক এই মানববন্ধন করেছেন। তিনি নিজেও ১৬ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি করেন। শিক্ষকদের বেতন বকেয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গত ১৫ দিন ধরে তিনি আর প্রকল্প পরিচালকের পদে নেই। তিনি জানান, শিক্ষকদের বেতন ছাড় হয়েছে এবং কিছু দিনের মধ্যেই তাঁরা বেতন পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন:
বেতন-বোনাস বকেয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা আজ বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁও এবং বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকেরা অভিযোগ করছেন, গত ৯-১০ মাস ধরে তাঁরা বেতন-বোনাস পাচ্ছেন না। তাঁদের এই প্রতিবাদের মূল লক্ষ্য প্রকল্প পরিচালক তৌহিদুল আনোয়ার। তাঁর বিরুদ্ধে অপকর্ম, অনৈতিক কাজ, গ্রুপিং, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও প্রশাসনিক বিশৃঙ্খলার মতো গুরুতর অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জোরালো দাবি জানিয়েছেন, আওয়ামী সরকারের আমলে নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত এবং একাধিক ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি পরিচালক তৌহিদুল আনোয়ারকে কেবল বদলি নয়, অবিলম্বে চাকরি থেকে অপসারণ ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মুগদা বাজার মসজিদ কমিটির সভাপতি হাফেজ আবদুর রহিম বলেন, ‘সারা দেশে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন গত ৯-১০ মাস ধরে বকেয়া রয়েছে। এমনিতেই সীমিত বেতনে কাজ করতে হয়, তার ওপর এই বকেয়া থাকার কারণে শিক্ষকেরা চরম কষ্টে আছেন।’ তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব তৌহিদুল আনোয়ার ঈদের আগে তাঁদের বেতন-বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ বুধবার পর্যন্ত কেউ বেতন পাননি।
মাতুয়াইল দরবার শরীফ মসজিদের ইমাম আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের বেতন বন্ধ করে দেওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এরই প্রতিবাদে তাঁরা এই মানববন্ধন করছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন আজকের পত্রিকা'কে জানান, ইফার উপসচিব তৌহিদুল আনোয়ারকে গত ৩০ জুন বরিশালে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাঁর বদলির প্রতিবাদে গতকাল মঙ্গলবার তাঁর অনুসারী কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তি মানববন্ধন করেছিলেন। তবে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকার গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন, যেখানে কর্মচারীরাও অংশ নেন। সচিব আরও জানান, তৌহিদুল আনোয়ারের বিরুদ্ধে মামলাও রয়েছে।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব তৌহিদুল আনোয়ার জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গণশিক্ষার কিছু শিক্ষক এই মানববন্ধন করেছেন। তিনি নিজেও ১৬ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি করেন। শিক্ষকদের বেতন বকেয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গত ১৫ দিন ধরে তিনি আর প্রকল্প পরিচালকের পদে নেই। তিনি জানান, শিক্ষকদের বেতন ছাড় হয়েছে এবং কিছু দিনের মধ্যেই তাঁরা বেতন পেয়ে যাবেন।
আরও খবর পড়ুন:
সরকার ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ১০০ চারা ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. তৌহিদুর রহমান।
১ মিনিট আগেছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
৮ মিনিট আগেতিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
১২ মিনিট আগেবরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা দুর্নীতি ও অনিয়ম তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিসিসির সাবেক সচিবসহ ১৮ কর্মকর্তাকে এ ঘটনায় বরিশাল দুদকে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ৯ ও ১০ জুলাই তাঁদের বরিশাল দুদক কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে